বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ "
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দান-খাইরাত আল্লাহ তা’আলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে।(সুনানু তিরমিযি,-৬৬৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জানের বদলা জান কথাটা ইসলাম বহির্ভূত হবে না। বরং প্রকারান্তরে উক্ত কথাটি উপরোক্ত হাদীসের সমার্থক।
"ঠিক আছে ভাল হয়ে গেলে ছাগল সদকাহ করবে"
উক্ত কথা দ্বারা নযর হয়ে যাবে। যদি সে ভালো হয়, তাহলে সদকাহ করা ওয়াজিব হবে।
فى رد المحتار- ( ومن نذر نذرا مطلقا أو معلقا بشرط وكان من جنسه واجب ) أي فرض كما سيصرح به تبعا للبحر والدرر ( وهو عبادة مقصودة ) خرج الوضوء وتكفين الميت ( ووجد الشرط ) المعلق به ( لزم الناذر ) لحديث ” { من نذر وسمى فعليه الوفاء بما سمى } ” ( كصوم وصلاة وصدقة )
যার সারমর্ম হলো কেহ যদি জায়েজ মান্নত করে,তাহলে তা পূরন করা আবশ্যক। (১- ফাতওয়ায়ে শামী-৫/৫১৫-৫১৮, আরো বর্ণিত রয়েছে,-বাদায়েউস সানায়ে-৪/২২৮,-ফাতওয়ায়ে তাতারখানিয়া-৬/২৮১)