আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
edited by

ওয়াস ওয়াসার কথা বইলেন না উস্তাদরা এইগুলাই ওয়াস ওয়াসার তো কিছুই দেখছি না স্বাভাবিক ভাবে জিজ্ঞাসা করলাম জবাব গুলা এইবার অন্তত দিবেন আশা করি।

#প্রায় মাসখানেক আগের অক্টোবর মাসের মধ্যে হবে বা যখনি হোক অনেক দিন আগের কথা আমি ইন্সটাগ্রাম এ রিলস স্ক্রল করতাসি তো একটা রিলস দেখে ওই কিছু কমেন্ট করবো ভাবি এখন রিলস যেইটাই থাকুক আমি কিছু কমেন্ট করবো ভাবি তো ওইখানে English এ লেখব তাই আমি কি লেখব বা যেইটা লেখব সেইটা যেন সঠিক হয় বা ঠিক বাক্য লেখি তাই আমি ফোন এর translator app এ যেয়ে অইখানে English এ লেখি : when i ask money for my girl also she can do this beacause she is my wife

 

তো এর নিচে বাংলা অর্থ ও দেখাচ্ছে বা দেখসি তো বাংলা মানে এমন হয় : আমি যখন আমার মেয়ের কাছে টাকা চাই তখন সেও এটা করতে পারে কারণ সে আমার স্ত্রী.

যখন দেখি আমি এইখানে আমার মেয়ের কথা বা বাক্য টা (যদি আগে চিন্তা হতো তাহলে লেখতামি না এইটা বা এমন ভাবে লেখতাম যেন কোন চিন্তা বা সন্দেহ না হয়) তখনি চিন্তা হতে শুরু করে যে আমি আমার মেয়েকে বা আমার বউ কে আমার মেয়ে বুজাইলাম নাকি এখন আমি সোজা প্রশ্ন করি হুজুর : 

তা হচ্চে আমি যদি ধরেন আমার মেয়ে কে আমার বউ বা আমার বউকে মেয়ে হিসাবে বুজাইয়া থাকি এতে কি কোন যিহার হবে এখন মনে যদি যিহার এর চিন্তা বা নিয়ত ও থেকে থাকে ? 

আরও বলি আমার কোন মেয়ে বা সন্তান নেই তো আমি কেনই বা আমি আমার মেয়েকে আমার বউ বা আমার বউ কে আমার মেয়ে বলে বুজাবো আর যদি বুজাই ও ধরেন যিহার নিয়তে বুজাইলাম তাও কি এইখানে যিহার হবে কোন ভাবে❓

#ঈলা কি উস্তাদ যদি বলতেন জানতে পারতাম বিষয় টা

#তোমার সাথে আমার কোন হিসাব নেই এই বাক্য বা কথাটা কি কিনায়া বাক্য নাকি কিনায়া বাক্য এর অন্তর্ভুক্ত নয় তাই এই বাক্য বলার দ্বারা কোন তালা''' জনিত সমস্যা হওয়ার সম্বাবনা ও নেই

1 Answer

0 votes
by (599,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الظِّهَارُ هُوَ تَشْبِيهُ الزَّوْجَةِ أَوْ جُزْءٍ مِنْهَا شَائِعٍ أَوْ مُعَبَّرٍ بِهِ عَنْ الْكُلِّ بِمَا لَا يَحِلُّ النَّظَرُ إلَيْهِ مِنْ الْمُحَرَّمَةِ عَلَى التَّأْبِيدِ وَلَوْ بِرَضَاعٍ أَوْ صِهْرِيَّةٍ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ سَوَاءٌ كَانَتْ الزَّوْجَةُ حُرَّةً أَوْ أَمَةً أَوْ مُكَاتَبَةً أَوْ مُدَبَّرَةً أَوْ أُمَّ وَلَدٍ أَوْ كِتَابِيَّةً
স্ত্রীকে মাহরামে আবদি যেমন মা,বোন ইত্যাদি ব্যক্তিবর্গের উল্লেখযোগ্য কোনো অঙ্গের দিকে বা এমন কোনো অঙ্গের সাথে তুলনা করা যেই অঙ্গের দিকে তাকানো হারাম।মাহরামে আবদি দুধ সম্পর্কের কারণে হোক বা বৈবাহিক সম্পর্কের কারণে হোক। এবং স্ত্রী চায় আযাদ হোক বা বাদি হোক কিংবা মুকাতাব বা উম্মে ওলাদ হোক।জিহার হবে।ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60982

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে জিহার হবে না।
(২) ঈলা অর্থ হল, স্ত্রীর সাথে সহবাস না করার কথা আল্লাহর নামে কসম করে বলা।  
(৩)  'তোমার সাথে আমার কোন হিসাব নেই' এই বাক্য বা কথাটা কেনায়া বাক্য হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (12 points)
ঈলা করলে কি বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হয় নাকি কসম এর কাফফারা দিতে হয়? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...