ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ★فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ★وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ★فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ★الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ★الَّذِينَ هُمْ يُرَاءُونَ ★وَيَمْنَعُونَ الْمَاعُونَ★
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।(সূরা মাউন)
في تفسير جلالين
ويمنعون الماعون} كالإبرة والفأس والقدر والقصعة = ١٠٨ (سورة الكوثر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গৃহস্থালি তৈজসপত্র যেহেতু অন্যরা নিয়ে নষ্ট করে দেয, তাই এগুলো গোপনে ব্যবহার করা যাবে। এতে করে সূরা মাউনের উল্টো হবে না। কেননা ঐ আয়াতে নষ্ট করা ব্যতিত ব্যবহার যারা করে, তাদের কথা আলোচনা করা হয়েছে।