আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ


আমি জেনারেল লাইনে পড়াশোনা করি।সেই সুবাদে মেসে থাকা হয়,মেসের অনেক কিছুই কমনলি সবাই ইউজ করে,যেগুলোর হকদার সবাই,মেসের টাকা থেকেই সেগুলো কেনা,এর পাশাপাশি কিছু জিনিস সবার পার্সোনাল থাকে,অনেক সময় অন্যান্য সদস্যরা আমার জিনিসপত্র শেয়ার করে ইউজ করে,আমিও দিই, কিন্তু এক্ষেত্রে অনেকসময় তাদের অযত্নের জন্য আমার জিনিস(গৃহস্থালি তৈজসপত্র)  নষ্ট হয়ে যায়,এতে আমি কষ্ট পাই।

পরবর্তীতে সতর্কতার জন্য আমি যদি আমার ব্যবহার্য জিনিস আলাদা করে রেখে শুধু নিজে ইউজ করি,(বিশেষ করে আমার প্রিয় এবং নতুন জিনিসগুলো)তাহলে কি আমার গুনাহ হবে?সূরা মাউনের শেষ আয়াত অনুযায়ী?

1 Answer

0 votes
by (599,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ★فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ★وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ★فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ★الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ★الَّذِينَ هُمْ يُرَاءُونَ ★وَيَمْنَعُونَ الْمَاعُونَ★
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।(সূরা মাউন)

في تفسير جلالين 
ويمنعون الماعون} كالإبرة والفأس والقدر والقصعة = ١٠٨ (سورة الكوثر)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গৃহস্থালি তৈজসপত্র যেহেতু অন্যরা নিয়ে নষ্ট করে দেয, তাই এগুলো গোপনে ব্যবহার করা যাবে। এতে করে সূরা মাউনের উল্টো হবে না। কেননা ঐ আয়াতে নষ্ট করা ব্যতিত ব্যবহার যারা করে, তাদের কথা আলোচনা করা হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...