আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। শুধু মেসেজেই কথা হতো। আল্লাহর ভয়ে তা ছেড়ে দিই তারপর পরিপূর্ণ দ্বীন পালন করার চেষ্টা করি। আবার মাঝে মাঝে নফসের ধোঁকায় পড়ে কথা বলে ফেলি। এরপর পুরোপুরি হারাম রিলেশন থেকে সরে আসি তওবা করি। ধীরে ধীরে তার কথা চিন্তা করা বাদ দিয়ে দিলাম। একপর্যায়ে তার কথা প্রায় ভুলতে শুরু করলাম।
একদিন স্বপ্নে দেখি,,, তার সাথে আমার কথা হচ্ছে খুব হাসাহাসি করছিলাম দুজনে মনে হচ্ছিল আমরা স্বামী স্ত্রী । সে আমার বাড়িতে কিছু খাবার পাঠায় আমার ফ্যামিলির লোকেরাও খুশি খুশি।
এ স্বপ্ন দেখার কিছুদিন পরেই সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়।
★১/তারপর আমি ইস্তেখারা করি।তারপর স্বপ্ন দেখি,,, কে যেনো তাকে দৌড়াচ্ছে। তখন আমি একটা লিফটে একা ছিলাম পরিপূর্ণ পর্দা অবস্থায়। সে দৌড়ে এসে লিফটে ডুকে।
এ স্বপ্নের ব্যাখ্যা কি..?
২★কিছুদিন পর আবার স্বপ্ন দেখি, আমি কোনো একটা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছি। সেও সেখানে ছিল। বের হওয়ার সময় সে আমাকে এমনভাবে আগলে রাখছিল যেনো কোনো পুরুষের সাথে না লাগি। আমি মনে মনে বলতেছিলাম এটা গায়রত। এ স্বপ্নের ব্যাখ্যা কি..?
এ স্বপ্নগুলো দেখার পরও আমার ভয় লাগে আমি তার বেদ্বীন ফ্যামিলিতে গিয়ে নিজের দ্বীন থেকে ছিটকে যাবো না তো!
তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে পরিপূর্ণ পর্দায় রাখতে পারবে কিনা? সে বলছে,,পারবে।
তারপরও আমার ভয় লাগে ওই ফ্যামিলিতে গিয়ে দ্বীন থেকে ছিটকে যাবো না তো!
ভয় লাগার কারণ হচ্ছে,, বাস্তবে সে তেমন দ্বীনদার না। শুধু নামাজ রোজা মুখে দাড়ি এগুলোই। গানও শুনে, অহেতুক পিক তুলে, ফুটবল খেলায় আসক্ত । বিভিন্ন খেলা দেখায় আসক্ত দৃষ্টি তেমন হেফাজত করে না।
তার সাথে আমার শুধু দ্বীনদারিতার কুফু মিলে না। বাকি কুফুগুলোর মিল আছে।
৩★এখন আমার করণীয় কি..?? এই স্বপ্নগুলো দেখার পর তার প্রতি আমার ভালো লাগা কাজ করে৷ আবার দ্বীনদারিতার কথা চিন্তা করলে তার চিন্তা বাদ দিতে ইচ্ছে করে।
৪/ কোনো স্বামী যদি স্ত্রীর উপর রেগে গিয়ে বলে,,আমি ফেরাউন থেকেও খারাপ। এতে কি তাদের সংসারে সমস্যা হবে...?