আসসালামু আলাইকুম। একটু তাড়াতাড়ি উত্তর দিলে সুবিধা হয় ইন শা আল্লাহ
এটি মূলত শেয়ার বাজারে কাজ করে।শেয়ার কেনা-বেচাই এর প্রধান ব্যবসা।এটি একটি আর্থিক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে টাকা ধার করে।
আরেকটি বিষয় হল মার্জিন-লোন যা সুদ ভিত্তিক কিন্তু এটি প্রধান ব্যবসায়িক উৎস নয়।প্রতিষ্ঠানটি ১০০% সুদমুক্ত নয় কারণ এটি একটি আর্থিক প্রতিষ্ঠান।
এখন যদি এই প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটি সাপোর্টের কাজ কেউ করে তাহলে সেই কাজ থেকে উপার্জিত টাকাও কি হারাম হবে?