আসসালামু আলাইকুম হুজুর।
আমার বিয়ে হয়েছে ১০ দিন হলো।আমি সকাল ৭:০০ টার পর ঘুমিয়ে যায়।তখন স্বপ্ন দেখি আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি এই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে,বিয়ের অনুষ্ঠান চলছে।আমিও খুব খুশি।আবার ছেলের পক্ষের মানুষ ছিল আমার হাসবেন্ড এর বাড়ির লোক কে ও দেখছি।আমি বিবাহিত তাও আমি এই স্বপ্ন কেন দেখলাম।এটা কি খারাপ কিছুর লক্ষন।আমি খুব ভয়ে আছি স্বপ্ন টা দেখার পর থেকে।আমাকে সঠিক পথ দেখিয়ে দয়া করে সাহায্য করবেন হুজুর।