ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাযে ক্বলক্বলা না করলে নামাযে কোনো সমস্যা হবে না এবং এতে কোনো গুনাহও হবে না। তবে ক্বলক্বলা করে তিলাওয়াত করা মুস্তাহাব।
(২) নামাযে সুয়েটারের পকেটে মোবাইল থাকলে আর হাত বাধার সময় হাত ঐ সোয়েটার এর পকেটে থাকা মোবাইলের উপর থাকলে নামাযে কোনো সমস্যা হবে না। এবং এতে গুনাহও হবে না।
(৩)প্যান্টের নীচে ছিদ্র থাকলে(যেই পরিমান ছিদ্রের কারণে নামাজ হয়না) তার উপর জুব্বা- পাঞ্জাবি পরে নামায পড়লে নামায হবে। এবং এতে কোনো গুনাহ হবে না।
(৪)বেতরের নামায পড়ার সময় তাহাজ্জুদ এর সময় শেষ হয়ে যায় ১ মিনিট অতিক্রম করে।এতে নামাজ হবে। এবং এতে কোনো গুনাহ হবে না।
(৫)নামাজে তাড়াতাড়ি নিয়ত পড়লে, তাড়াতাড়ি হাত উঠালে, তাড়াতাড়ি রুকুতে গেলে নামাজ ভেঙ্গে যাবে না। এবং এতে কোনো গুনাহও হবে না। তবে ধীরগতিতে নামায পড়াই কাম্য ও সুন্নাহ সম্মত পদ্ধতি।
(৬)জামায়াতে নামাজে শুধু ফেরেশতাদের সালাম দিলে বা ইমাম,মুসল্লি, ফেরেশতা,জীন কাউকেই সালাম না দিলে নামাজে কোনো সমস্যা হবে না।