আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারোকাতুহ।
উস্তায, বিয়ের জন্য পাত্রীকে ভিডিও কলে দেখা জায়েয আছে? এক্ষেত্রে পাত্রের পরিবারের মহিলা সদস্যগণ শুধু দেখবেন।
উভয় পরিবার ভিন্ন জেলায় থাকার কারণে সশরীরে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না। পাত্রী দেখে পছন্দ হলে কথা আগাতে চাচ্ছে পাত্রের পরিবার।
এমনটি করা কি জায়েয হবে?