আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (4 points)
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।

ওস্তায ইহরাম অবস্হায় হালকা সুগন্ধযুক্ত(গ্রাণ চড়ায় না বেশি) স্যানিটারি প্যাড ব্যাবহার করা যাবে কিনা? কারন এগুলো ব্যাবহার করেই অব্যস্থ।

আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।

ওস্তায ইহরাম অবস্হায় হালকা সুগন্ধযুক্ত স্যানিটারি প্যাড ব্যবহার করা যাবে কিনা? কারন এগুলো ব্যবহার করেই অব্যস্হ।

1 Answer

0 votes
by (597,330 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইহরাম পরিধানের পূর্বে সুগন্ধযুক্ত স্যানেটারি নেপকিন পরিধান করলে কোনো সমস্যা হবে না। হ্যা, ইহরাম পরিধানে পর যদি কেউ সুগন্ধযুক্ত ইহরাম পরিধান করে,  এবং তা এক বিগত দৈর্ঘ্য ও এক বিগত প্রস্ত হয়, এবং পূর্ণ একদিন বা একরাত পরিধান করা হয়ে থাকে, তাহলে দম ওয়াজিব হবে। যদি এক বিগত থেকে কম হয় কিংবা পূর্ণ একদিন বা এক রাত পরিধান করা না হয়, তাহলে সদকাহ করতে হবে তখন দম ওয়াজিব হবে না।
لما في غنیۃ الناسک:
’’فإن کان الطیب في ثوبہ شبرا في شبر فھو قلیل، فإن مکث یوما فعلیہ صدقۃ أو أقل منہ فقبضۃ، کذا في ’’اللباب‘‘ و’’الفتح‘‘. قال في رد المحتار: ظاھرہ أن مازاد علی الشبر کثیر، لکن لا لاعتبار الکثرۃ في الثوب بل لکثرۃ الطیب حینئذ عرفا، فإن مکث یوما فعلیہ دم أو أقل منہ فصدقۃ‘‘.(باب الجنایات،مطلب في تطییب الثوب، ص:۳۴۸،المصباح). فقط.واللہ تعالیٰ اعلم بالصواب


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...