রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেই হিসেবে নিজের মামা, খালা, নানী মানে আমার মায়ের রক্তের যারা তারা অন্তর্ভুক্ত কিনা?
কারন, আমার মায়ের সাথে আমার মামা প্রচন্ড লেভেলের খারাপ ব্যবহার করেছেন। ওইটার জন্য দোষীও আমার মামা। ভেজালের কাহিনী না বলি কিন্তু আমি ছেলে হিসেবে আমার মায়ের অপমান আমি সহ্য করোতে পারি নাই। তাই জোড় গলায় নানা বাড়ীতে মামার সাথে ঝগড়া করেছি। আমার মামা আমার নানীর উপরে হাত তুলেন, নিজের বড় বোনদের সাথে বকাকবকি করেন, মামীর উপরে হাত তুলেন। আজকে যখন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন আমি আর সহ্য করোতে না পেরে ইচ্ছামতো মামার সাথে ঝগড়া করেছি।
এখন আমার মামা আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না। উনি নিজে থেকে আমার আম্মা-খালাদের বাপের বাড়ি যাইতে নিষেধ করেন। এখন উনার খারাপ ব্যবহারের জন্য এবং আমি উনার সাথে চরম লেভেলের ঝগড়া করার জন্য, মামা আমাকেও নানা বাড়ি যেতে মানা করেছেন।
মানে আমি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করতেছি না, কেবল ঝগড়া করেছি উনার ভুল গুলার জন্য। কিন্তু এখন তিনি আমি আপন ভাগনার সাথে সম্পর্ক ছিন্ন করোতে চান, যেটা আমার মোটেই ইচ্ছা না। আমি বরং চাই উনি শোধরে যাক। কিন্তু উনি এগুলা বুজেন না।
এজন্য আমার এখন টেনশন হচ্ছে, 'আমার সাথে আমার আপন মামার সম্পর্ক ছিন্ন হলে কি আমার জন্য জান্নাত হারাম হয় যাবে? যেহেতু মায়ের বংশ আমার রক্তের না'। - আপনাদের পরামর্শ চাচ্ছি।