আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেই হিসেবে নিজের মামা, খালা, নানী মানে আমার মায়ের রক্তের যারা তারা অন্তর্ভুক্ত কিনা?

কারন, আমার মায়ের সাথে আমার মামা প্রচন্ড লেভেলের খারাপ ব্যবহার করেছেন। ওইটার জন্য দোষীও আমার মামা। ভেজালের কাহিনী না বলি কিন্তু আমি ছেলে হিসেবে আমার মায়ের অপমান আমি সহ্য করোতে পারি নাই। তাই জোড় গলায় নানা বাড়ীতে মামার সাথে ঝগড়া করেছি। আমার মামা আমার নানীর উপরে হাত তুলেন, নিজের বড় বোনদের সাথে বকাকবকি করেন, মামীর উপরে হাত তুলেন। আজকে যখন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন আমি আর সহ্য করোতে না পেরে ইচ্ছামতো মামার সাথে ঝগড়া করেছি।

এখন আমার মামা আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না। উনি নিজে থেকে আমার আম্মা-খালাদের বাপের বাড়ি যাইতে নিষেধ করেন। এখন উনার খারাপ ব্যবহারের জন্য এবং আমি উনার সাথে চরম লেভেলের ঝগড়া করার জন্য, মামা আমাকেও নানা বাড়ি যেতে মানা করেছেন।
মানে আমি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করতেছি না, কেবল ঝগড়া করেছি উনার ভুল গুলার জন্য। কিন্তু এখন তিনি আমি আপন ভাগনার সাথে সম্পর্ক ছিন্ন করোতে চান, যেটা আমার মোটেই ইচ্ছা না। আমি বরং চাই উনি শোধরে যাক। কিন্তু উনি এগুলা বুজেন না।

এজন্য আমার এখন টেনশন হচ্ছে, 'আমার সাথে আমার আপন মামার সম্পর্ক ছিন্ন হলে কি আমার জন্য জান্নাত হারাম হয় যাবে? যেহেতু মায়ের বংশ আমার রক্তের না'। - আপনাদের পরামর্শ চাচ্ছি।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুল্লা আলী কারী রাহ লিখেন,
وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى أَنَّ مَنْ خَافَ مِنْ مُكَالَمَةِ أَحَدٍ وَصِلَتِهِ مَا يُفْسِدُ عَلَيْهِ دِينَهُ أَوْ يُدْخِلَ مَضَرَّةً فِي دُنْيَاهُ يَجُوزُ لَهُ مُجَانَبَتُهُ وَبُعْدُهُ، وَرَبَّ صَرْمٍ جَمِيلٍ خَيْرٌ مِنْ مُخَالَطَةٍ تُؤْذِيهِ.
উলামাগণ একমত যে, কারো সাথে কথা বললে বা মিলিত হলে যদি তার দ্বীন নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা বা তার দুনিয়া তার জন্য কষ্টকর হবে বলে ধারণা হয়, তাহলে এমন মানুষ থেকে দূরে থাকার জায়েয রয়েছে।অনেক সম্পর্ক বর্জন বা দূরত্ব এমন রয়েছে যা মিলিত হওয়ার চেয়ে অনেক উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/61503

আত্মীয়তার সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1577

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কারো চরিত্র খারাপ বা কেউ বদ মেজাজী হলে কিংবা তার সাথে চলাফেরা করলে, আর্থিক,শারীরিক, মানসিক, দ্বীনি, দুনিয়াবি ইত্যাদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে, তখন ঐ ব্যক্তি থেকে দূরে অবস্থান করা যাবে।
সুতরাং প্রশ্নের বিবরণমতে মামার থেকে নিরাপদ দূরে অবস্থান করা যাবে। মৌখিকভাবে মামার সাথে সুসম্পর্ক বজায় রাখাই উচিৎ ও কাম্য।হ্যা, আন্তরিকভাবে দূরে অবস্থান গ্রহণ করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...