আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রথমে, আমি আপনার দেওয়া উত্তরের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে, আমি যে সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলাম, তা সম্পর্কে কিছু বিষয় এখনো পরিষ্কার হয়নি। আমার প্রশ্নের মূল বিষয় ছিল—প্রবিডিয়েন্ট ফান্ডে সুদের মিশ্রণ। আমি জানি, এই ফান্ড থেকে লোন নেয়া এবং সুদ মিশে যাওয়ার কারণে হারাম অংশের পরিমাণ আলাদা করা কঠিন হয়ে পড়েছে।
তবে, আপনার উত্তরে প্রভিডেন্ট ফান্ডকে হালাল হিসেবে গণ্য করা হয়েছে যদি তা বাধ্যতামূলক ইনকাম ট্যাক্সের অংশ হয়।
আমার প্রশ্ন হলো:
১. যদি ফান্ডে সুদ মিশে যায় (লোন না তুলে), তবে সুদী অংশটি কীভাবে আলাদা করা উচিত?
২. আমি এই ফান্ডের টাকা উত্তোলন করলে, সেই টাকার মধ্যে সুদের পরিমাণ কীভাবে নির্ধারণ করব এবং তা কীভাবে ব্যবহার করা উচিত?
আপনার কাছে স্পষ্ট ও সঠিক দিকনির্দেশনা আশা করছি।
জাযাকাল্লাহু খইরন।