ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)অমুসলিমদের মনে মনে গালি দেওয়া যাবে না। বরং তাদের হেদায়তের জন্য দু'আ করতে হবে। তাদের নিকট ইসলামের সঠিক বাণী পৌছে দিতে হবে।
(২)অমুসলিমকে মোবাইলে বাস্তবে দেখলে বা তাদের নাম শুনলে মন পায়ের দিকে দিয়ে বলা ডে, পায়ের দিকে থাক। এভাবে ঘৃণা করা উচিৎ না। তবে এজন্য তাদের কাছে মাফ চাইতে হবে না।
(৩)দাড়ি যদি ছোট করে রাখা হয়, এতেকরে রাসুল সাঃ এর পরিপূর্ণ মহব্বত হবে না, তাছাড়া অল্প মহব্বতও হবে না।
(৪)সুন্নাত পালন করা উত্তম ভেবে জায়েয কাজ করলে মহব্বত করা হবে না।