আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
আমার 16 দিনের মাথায় আবার পিরিয়ড হয়েছে। আমি যতটুকু জানি 2 পিরিয়ডের মধ্যবর্তী ব্যবধান 15দিন হলে তা হায়েজ হিসেবে গণ্য হবে এবং হায়েজের যাবতীয় বিধান তার উপর প্রযোজ্য হবে। এখন আমার প্রায়ই ইরেগুলার পিরিয়ড হয়। তবে এখনের পিরিয়ডটি আমার অন্যান্য পিরিয়ডের মত না। মানে অন্যান্য পিরিয়ডের কোনো বৈশিষ্ট্য এর সাথে মিল নেই। যেমন প্রচুর পেট ব্যাথা/ঝিম ধরা ব্যাথা কিংবা ওভার ফ্লো যা আমার পিরিয়ডের কমন বৈশিষ্ট্য এগুলো কিছুই হচ্ছে না,,আবার এই পিরিয়ড 15 দিনের আগেও হয়নি যে আমি এটাকে ইস্তেহাযা বলব! তাহলে আমি কি এটাতে হায়েজের মধ্যে গণ্য করব??
(বিঃদ্রঃ আমি হায়েজ হিসেবে ধরে এখন সলাতও পড়ছি না তাই একটু দ্রুত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।)