আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১/ স্বপ্নে দেখলাম এলাকায় বন্যা। বন্যার পানি ঘুলাটে। গরম পানি ফুটলে যেইরকম এইরকম বন্যার পানি টগবগ করছে। তারপর দেখলাম আমি একটা পরিচিত ছেলেকে কিছু আমল দিলাম তারপর তার মেসেজ এর কোনো রিপ্লাই দিলাম না। তারপর একটা জায়গা দিয়ে কোথায় যেন যাচ্ছি। ওই জায়গায় হিন্দুদের অনুষ্ঠান তাই তারা অনুষ্ঠানের জন্য আয়োজন করতেছে। মনে মনে বলতেছি, অনুষ্ঠানে গেলে ত সমস্যা নাই আমি ত আল্লাহকে মানি তাদের মুর্তি আমি মানিনা। তখন এক পুরুহিত আমাকে দেখে লাঠি দিয়ে ৪-৫ টা বারি মারছে। তারপর আমি ওইখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরই রাস্তায় দেখি, অনেক আলেম এবং দ্বীনদার লোকেরা দাড়ি টুপি পড়া পুরুষরা সব রাস্তাতে রাস্তার পাশে। তারপর দেখি স্কুল পড়ুয়া মেয়েদেরকে ছুটি দিছে তারা বাড়িতে চলে যাচ্ছে । আমি তাদের সাথে আমার বাড়িতে যেতে চাচ্ছিলাম কিন্তু যেতে পারিনি আমি ওইখানেই হারায় যায়৷ তারপর সাহায্যের জন্য দুইজন ছেলে আসে একজন কালো গেন্জি পেন্ট পড়ুয়া ছিল আরেকজন সাদা পাঞ্জাবি টুপি পড়া ছিল। দুজনই দ্বীনদার। তারপর কালো গেঞ্জিওয়ালা ভাই আমাকে অর্ধেক রাস্তা আগাই দিছে বাকি অর্ধেক রাস্তা সাদা পান্জাবিওয়ালা লোকটা আগায় দিতেছিল তারপর ঘুম ভেঙ্গে যাই।
★এই স্বপ্নের ব্যাখ্যা কি..?
২/ আমার নানু স্বপ্নে দেখছে,, কার বাড়িতে যেনো জেফত ( মানে কেউ মারা গেলে খাবারের অনুষ্ঠান করে সবাইকে খাওয়ানো) হচ্ছে। আমার নানুর এক মহিলা আত্মীয় সে আমাকে কারো বাড়িতে নিয়ে যাচ্ছে। নানু বলতেছে, আরেহ্ আমার নাতীকে নিয়ে যাচ্ছো কেন? নানুর ওই আত্মীয় বলতেছে,, তাকে এখানে সাজাবোনা আমাদের বাড়িতে সাজাবো। তারপর আমি বোরকা পড়ে রেডি হচ্ছিলাম তার সাথে যাওয়ার জন্য৷
★এই স্বপ্নের ব্যাখ্যা কি?
৩/ আমি স্বপ্নে দেখলাম,, আমাদের বাড়িতে কেউ নাই। একদম নিস্তব্ধ। তারপর একজন পুরুষ আসলো তাকে দেখে আমি ভয় পেলাম। ভয়ে আমি দেয়ালের সাথে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকলাম আর সূরা কাহাফ মনে হয় পড়তে ইচ্ছে করছিল কিন্তু পড়িনি। তারপর সেই লোকটা আমার সামনে দিয়ে গেলো অথচ আমাকে দেখতে পেলো না। তারপর লোকটা কাউকে না পেয়ে চলে গেলো। তারপর দেখলাম আমাদের ছাদে দুইটা বাচ্চা। ১ম টা ৩/৪ বছরের।আর ২য় টা তার থেকে ছোট কিন্তু সেটা ছেলে নাকি মেয়ে খেয়াল নেই। তারপর দেখলাম আমি আমার দাদুর ঘরে সেখানে খাটের উপরে নিচে সবাই শুয়ে ঘুমিয়ে আছে। তারপর দেখলাম আমার দুইটা বাচ্চা একটা ৩-৪ বছরের আরেকটা একদম ছোট ১/২ মাসের। দুজনেই ঘুমিয়ে আছে । আমার স্বামীও আছে এখানে। তারপর আমার স্বামী আমাকে স্পর্শ করে। সহবাস করতে চাচ্ছিল। তারপর ঘুম ভেঙ্গে যাই।
আমি বার বার স্বপ্নে দেখি কেউ আমার সাথে সহবাস করছে এবং আমার বাচ্চা আছে..
★উল্লেখ্য,আমি অবিবাহিত। এই স্বপ্নের ব্যাখ্যা কি??
৪/ সূর্য পশ্চিম দিকে উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাই।
আমি যদি এভাবে দুয়া করি,,,আল্লাহ তুমি আমার, আমার ফ্যামিলির লোকদের , আমার সকল আত্মীয়দের এবং সকল মুসলিম উম্মাহর তওবা সেদিনও কবুল করে নিও যেদিন সূর্য পশ্চিমদিকে উঠলে তওবা আর কবুল হয়না। আমাদের ইমান বৃদ্ধি করে দাও। আমাদেরকে ইমানের পথে অবিচল রেখো। আমাদের দূর্বল ইমান মজবুত করে দাও। আমরা কখনোই যেন ইমানহারা না হই। ইমান নিয়ে যেনো বেঁচে থাকি ইমান নিয়েই যেন উত্তম মৃত্যু লাভ করি৷
★এইভাবে দুয়া করা যাবে?? নাকি আল্লাহ যেটা নিষেধ করলো সেটাতে আমি বেয়াদবি করলাম??