وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হ্যাঁ, প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে আপনারও গুনাহ হবে।
তবে এর দরুন সেই পন্য গুলি ব্যবহার করা আপনার জন্য নাজায়েজ হবেনা,বরং জায়েজই হবে।
হাদীস শরীফে এসেছেঃ-
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا
মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
(০২)
সম্পূর্ণ হালাল টাকায় কেনা খাবার ও পরিধানের বস্তু না হলে উমরাহ কবুল হবেনা।
(০৩)
পরিবর্তন করা সমাধান নয়।
বরং আপনাদের বাসার এসব জিনিস ক্রয়ে কি পরিমাণ হারাম টাকা যুক্ত করা হয়েছে,প্রবল ধারণার ভিত্তিতে আনুমানিক একটি হিসাব কষে সমপরিমাণ টাকা মালিকলে ফেরত দিতে হবে। মালিক পাওয়া না গেলে সমপরিমাণ টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে।
(০৪)
জায়েজ হবেনা।
হ্যাঁ যদি তিনি তার হালাল টাকা হতে আপনাকে টাকা দেন,সেক্ষেত্রে আপনি জমিয়ে রাখতে পারেন।
(০৫)
টাকা গুলির মূল মালিক খুজে পাওয়া না গেলে সেক্ষেত্রে ছওয়াবের ছাড়া নিয়ত ছাড়া যাকাত গ্রহনের উপযুক্ত আত্মীয়দের ছওয়াবের নিয়ত ছাড়া দিতে পারবেন।
তবে নিজের বাবা মা,দাদা দাদি,নানা নানি ইত্যাদি নিজের সন্তানদের দেয়া যাবেনা।
(০৬)
আপনার বাবাকে বলে নিশ্চিত হোন যে তাহা সম্পূর্ণ হালাল টাকায় ক্রয়কৃত কিনা?
তিনি যদি বলেন,যে উহা হালাল টাকায় ক্রয়কৃত, সেক্ষেত্রে সেই সেলাইম মেশিন ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
(০৭)
হ্যাঁ, এটা ঘুষ এর মধ্যে পড়ে।