ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/297/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
সন্তান যদি মৃত ভুমিষ্ট হয়,তবে সেই সন্তানের নাম
রাখারও প্রয়োজন নেই এবং উক্ত মৃত সন্তানের জানাযার নামায পড়ারও নিয়ম নেই। নিয়মমাফিক
কাফন পরিধান করানোরও কোনো প্রয়োজন নেই।
শুধুমাত্র একটি কাপড় দিয়ে পেছিয়ে তাকে দাফন করা হবে এবং আক্বিকারও
কোনো দরকার নেই।
হযরত জাবির রাযি, থেকে বর্ণিত
ﻋﻦ
ﺟﺎﺑﺮ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻄﻔﻞ ﻻ ﻳﺼﻠﻰ ﻋﻠﻴﻪ ﻭﻻ ﻳﺮﺙ ﻭﻻ ﻳﻮﺭﺙ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ - ﺑﺎﺏ
ﻣﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﺗﺮﻙ ﺍﻟﺼﻼﺓ ﻋﻠﻰ ﺍﻟﺠﻨﻴﻦ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ
রাসূলুল্লাহ সাঃ বলেন- নবজাতক শিশু ভুমিষ্ট হওয়ার পর যদি আওয়াজ না দেয় (তথা মৃত হলে)
তবে তার জানাযার নামায পড়া যাবে না। সে কারো ওয়ারিছও হবে এবং কাউকে ওয়ারিছও বানাবে
না।
সুনানে তিরমিযি-১০৩২
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
প্রশ্নোক্ত ক্ষেত্রে নাম
রাখার প্রয়োজন নেই। দুআ করি আল্লাহ তায়ালার আপনাকে খুব দ্রুত একজন নেক সন্তান দান করেন।