ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমার কিছু বিষয় নিয়ে জানার ছিল আগে থেকে মাফ চেয়ে নিচ্ছি কারণ লিখা বড় হতে পারে তাই।
১) গোসল ফরজ হওয়া অবস্থায় নাপাক কাপড় পড়ে যদি কেউ বিছানায় অবস্থান করে তাহলে কি ফরজ গোসলের সময় বেডশিটও ধুতে হবে? অর্থাৎ বেডশিটে কোনো নাপাকি দেখা যায় না কিন্তু নাপাক কাপড় পড়ে বিছানায় থাকলে কি প্রতিবারই বেডশিট ধুতে হবে? বেডশিট না ধুয়ে যদি বসার অবস্থানের জায়গায় ৩ বার মুছে দি তাহলে কি হবে? আর না মুছে যদি ঐ জায়গায় কেউ বসে তাহলে কি সেও নাপাক হয়ে যাবে?(বেডশিটে কোনো নাপাকি দেখা যায় না।)
২) কাফফারার রোজা কি টানা ৩দিন রাখতে হবে? নাকি যেকোনো সময় করে ৩টা রাখা যাবে?
৩) উমরি কাযা নামাজের ক্ষেত্রে কি যে ওয়াক্তের কাজা সেই ওয়াক্তেই পড়া লাগবে? যেমন: যোহরের কাযা সালাত গুলো যোহরেই পড়া লাগবে এইরকম? আর উমরি কাযা নামাজ আর রোজার ক্ষেত্রে হিসাব কিভাবে করবো? জারণ দ্বীনে ফিরার আগে এবং পড়ে অনেক নামাজ কাযা হয়েছে। মানে মাঝে মাঝে পড়তাম আবার ছুটে যেত আবার পড়তাম এইরকম। তো কাযা নামাজ আদায় করতে করতে কিভাবে বুঝবো সব নামাজ আদায় হয়েছে কি না? আবার উমরি কাযা রোজাও কি কাফফারা হিসেবে রাখতে হবে?
৪) চট্টগ্রামের রীতি অনুযায়ী এইখানে মানুষ মারা গেলে ৪দিনা ৪০ দিনা বছরি ফাতিহা মেজবান কিসব কিসব জানি করা হয় এইসব করা তো জায়েজ নাই তাই না? আর যদি এইসব না করে ঐসব দিনে গরিব মিছকিনকে খাওয়ানো হয় বা এতিম খানায় টাকা দেওয়া হয় তাহলে কি জায়েজ হবে? মানুষের মৃত্যুদিনের বছরি কি আসলে মনে রাখার বা মানুষ খাওয়ানোর দরকার আছে?
৫) কুরবানির ঈদে আমাদের এইখানে দেখলাম গোশত রান্নার সময় গ্রামের কোনো হুজুর থেকে পানি পড়া এনে সেই পানি দিয়ে রান্না করা হয় এইসব কি আসলে কোনো অবস্থায় জায়েজ?
৬) পায়ে ধরে সালাম করা কি জায়েজ? বাসার কিছু মানুষ বা শশুর বাড়ির মানুষ যদি পায়ে ধরে সালাম না করার কথা শুনায় বা রাগ করে তাহলে কি করা উচিত?
৭) দ্বীনে ফিরার আগের অনেক বেপর্দা ছবি বাসার কিছু মানুষের ফেইসবুকে রয়ে আছে সেগুলো প্রায় ৭/৮ বছর আগের এর পরের যেগুলো সেগুলো আমি ডিলিট করেছি লুকিয়ে। আর কিছু জনের কাছে মানে আমার কাজিনদের কাছে রিসেন্টের কিছু ছবি এখনো আছে তাদের প্রোফাইলে।সেগুলো কিভাবে ডিলিট করবো এর জন্য আমি গুনাহগার হচ্ছি তাই না?
৮) দ্বীনে ফিরার আগে অনেক বেগানা পুরুষের সাথে আমার কথা হতো আমার অনেক ছবিও তাদের কাছে আছে আমি এর জন্য এখন পুরাপুরিভাবে লজ্জিত। এখন তাদের সাথে পুনরায় কথা বলা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না এমতাবস্থায় কি ঐসব ছবি তাদের কাছে থাকার কারণে আমি গুনাহগার হচ্ছি?
৯) ওজু করার পর সালাতের আগে বা সালাতের মাঝে সালাম ফিরিয়ে কেউ যদি কিছু আহার করে তাহলে কি ৩বার কুলি করে এরপর সালাতে দাঁড়াতে হবে?
আফওয়ান অনেক প্রশ্ন একসাথে করেছি। আমাকে সংক্ষেপে উত্তর দিলে হবে ইনশাআল্লাহ।