আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in পবিত্রতা (Purity) by (5 points)
আসসালামু আলাইকুম।
আমি সালাতের জন্য আলাদা একটা পায়জামা ব্যাবহার করি। হঠাৎ খেয়াল করেছি যে পায়জামাতে নাপাকির দাগ। হায়েজ শেষ হয়েছে আনুমানিক ১২ দিন আগে। এতদিন এই পায়জামা দিয়েই সালাত পড়েছি। খেয়াল করতে পারিনি বিষয় টা। এখন আমার কি বিগত নামাজগুলো আবার কাযা আদায় করতে হবে? আমি বুঝতে পারছি না নাপাকির দাগটা কি গত হায়েজের কিনা,সেক্ষেত্রে নামাজ যদি পুনরায় আদায় করতে হয় তাহলে কতদিনের হিসাব করে আদায় করব?

1 Answer

0 votes
by (598,080 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কাপড়ে রক্তরের দাগ এক দিরহাম থেকে কম হয়, তাহলে কোনো সমস্যা হবে না। তবে এক দিরহাম বা তার চেয়ে বেশী হয়, তাহলে নামায হবে না। অতীতে যতদিন এই কাপড় নিয়ে নামায পড়া হয়েছে, অধিকাংশ ধারণার উপর বিত্তি করে নামায সমূহের কাযা আদায় করে নিতে হবে।

لما فی الفتاوی الهندیة:
"النجاسة إن كانت غليظةً وهي أكثر من قدر الدرهم فغسلها فريضة والصلاة بها باطلة وإن كانت مقدار درهم فغسلها واجب والصلاة معها جائزة وإن كانت أقل من الدرهم فغسلها سنة وإن كانت خفيفة فإنها لا تمنع جواز الصلاة حتى تفحش. كذا في المضمرات." (الباب الثالث في شروط الصلوة، الفصل الأول في الطهارة ... ، ج:1، ص:58، ط:مكتبة رشيدية)

(۱، ۲): اگر خون کی مقدارپھیلاوٴ میں ہتھیلی کی گہرائی سے زیادہ نہ ہو؛ بلکہ اس کے برابر یا اس سے کم ہو، یعنی: بڑے روپے کے برابر یا اس سے کم ہو تو اتنے خون کے ساتھ نماز ہوجاتی ہے اگرچہ جان بوجھ کراتنے خون کے ساتھ نماز پڑھتے رہنا مکروہ وبرا ہے۔ اور اگر خون کی مقدار ہتھیلی کی گہرائی سے زیادہ ہو تو اُسے دھوئے بغیر نماز پڑھنا درست نہیں، نماز نہیں ہوگی۔ اور اگر خون پرانا ہو تو یقین یا غالب گمان کو حکم بنایا جائے گا، یعنی: اگر خون کی مقدار بڑے روپے سے زیادہ ہے تو جس وقت سے خون لگنے کا یقین یا غالب گمان ہو، اُس وقت سے کپڑے کو ناپاک قرار دیا جائے گا اور نمازوں کا حکم اُسی کے مطابق ہوگا۔ واللہ تعالیٰ اعلم
فتوی نمبر: Fatwa:825-689/N=10/1440
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...