আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,483 views
in পবিত্রতা (Purity) by (22 points)
......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

1 Answer

0 votes
by (62,920 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আল-বাহরুক রায়েক কিতাবে রয়েছে-

 وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ

যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে তার ভেজার চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না। (আল-বাহরুর রায়েক-১/২৪৪)

 

আল্লামা হাসক্বাফী রাহ লিখেন,

لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا.

যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে,যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে,তা তাকে চিপানো হলে তা থেকে কিছু বের হবে,তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে।নতুবা অপবিত্র হবে না।আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়,যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার-১/৩৪৭)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

ভেজা নাপাক কাপড় গায়ে অথবা অন্য কোনো পাক কাপড় অথবা অন্য  কোনো বস্তুতে লাগলে নাপাকির কোনো চিহ্ন না থাকলে তা নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (22 points)
শুকরিয়া উস্তাদ, আমার আরেকটি প্রশ্ন  জবাবের প্রেক্ষিতে,
আল-বাহরুর রায়েক-১/২৪৪    
এখানে লেখা আছে "যে শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে

কিন্তু রদ্দুল মুহতার-১/৩৪৭ 
এ বলা হয়েছে,
"আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়,যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে"

এখানে চিপানো হলে কিছু বের হওয়ার কথা একইভাবে বলা হলেও নাজাসাতের চিহ্ন দেখা গেলে নাপাক হওয়ার কথা বলা হইয়েছে যা
 আল-বাহরুর রায়েক-১/২৪৪    
এর বর্ণনার বিরোধিতা করে কি? 
মানে কোন বস্তু / কাপড় / গায়ে চিহ্ন পরিলক্ষিত হলে নাপাক কাপড় লাগলে তখন নিয়ম টা কি হবে? 

by (62,920 points)
আল-বাহরুর রায়েক কিতাবে نَدْوَتُهُ শব্দ এসেছে- যার অর্থ তার ভেজার চিহ্ন, নাজাসাতের চিহ্ন নয়। জাযাকাল্লাহ
আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে-
১. পবিত্র কাপড়ে নাপাকির চিহ্ন দেখা গেলে নাপাক হয়ে যাবে।
২. আর নাপাকির চিহ্ন না দেখা গেলে চিপার বিষয়টা আসবে।
by
জাযাকাল্লাহ উস্তাদ 
by
উস্তাদ আমি যা বুঝতে পারতেসি,  নাপাক ভেজা কাপড়ের সাথে লাগার কারণে ভেজার চিহ্ন থাকলে কিন্তু এমন ভাবে যদি না ভিজে যে চিপলে কিছু বের হয় (কাপড়ে লাগলে), অনেক বেশি পরিমাণ যদি না ভিজে (গায়ে বা অন্য বস্তুতে লাগলে, কাপড় চিপানোর সাথে তুলনা করে অনেক বেশি পরিমাণ এর কথা ব্ললাম) এবং নাজাসাতের চিহ্ন না থাকলে
তখন উক্ত বস্তু, গা, কাপড় নাপাক হবে না। আমি কি ঠিক বুঝতে পেরেছি?  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...