ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআন বুঝে পড়ে কুরআন থেকে নসিহত গ্রহণ করা অত্যান্ত জরুরী একটি বিষয়, তবে কুরআনের শাব্দিক অর্থ না বুঝে কেউ তিলাওয়াত করলে সেও তিলাওয়াতে সওয়াব পাবে।
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।(সূরা সোয়াদ-২৯)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?(সূরা মুহাম্মদ-২৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন বুঝার চেষ্টার করা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনাদের চেষ্টায় বারাকাহ দান করুক আমীন। একটি তাফসীর কিতাবকে সামনে রেখে কুরআন অধ্যায়নের বর্ণিত পদ্ধতি সঠিক রয়েছে। কোনো সমস্যা হবে না।