আসসালামু আলাইকুম। একজন ভাই এক মেয়েকে পছন্দ করতেন, এভাবে তাকে বিয়ের জন্য দুয়া করেছিলেন:
হে আল্লাহ সে যদি আমার জন্য কল্যাণকর হয় তবে হালালভাবে আমার করে দেও। আর যদি আমার জন্য কল্যাণকর না হয় তবে তার মধ্যে কল্যাণ দিয়ে হলেও তাকে আমার করে দাও।
এভাবে দুয়া করা জায়েজ আছে কি?
আরেকজন মেয়ে এরকম পছন্দ করতেন। তিনি দুয়া করতেন যে হে আল্লাহ সে আমার জন্য কল্যাণকর হলে সর্বোত্তম উপায়ে আমাকে দেও। আর কল্যাণকর না হলে সরিয়ে দেও। ফলাফল যাকে পছন্দ করতেন সেই ছেলের অন্যত্র বিয়ে হয়ে যায়। এখন যেই মেয়ে এমন দুয়া করেছিলেন তিনি এখন তাকে হারিয়ে আফসোস করেন।
২য় ভাবে দুয়া করাটাই জায়েজ জানি। ১ম উপায়ে কি দুয়া করা যাবে? ২য় ব্যক্তি কোনভাবেই ঐ ছেলেকে মন থেকে মুছতে পারছেন না। মেয়েটা মাঝমধ্যে ভাবে যে দুয়া করবে যে কোনদিন যদি তার জন্য কল্যাণকর মনে করে তাহলে যেন আল্লাহ সেই ছেলেটাকে মেয়েটার করে দেন সর্বোত্তম উপায়ে। এমন দুয়া করা জায়েজ আছে?