বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
সালাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। ফরয সালাতের প্রথম দু রাকআতে এবং সকল- প্রকার সুন্নাত ও বিতির সালাতের প্রত্যেক
রাকাআতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফা (রাহি) এর অভিমত। তবে ইমাম
শাফেয়ী (রাহি) এটাকে ফরয হিসেবে সাব্যস্ত করেছেন।
রাসূলুল্লাহ সা. বলেন
لاَ
صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ
যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না, তার সালাত হয়
না” সহীহ বুখারী, হাদীস নং ৭৫৬; সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৪
সালাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। ফরয সালাত সমূহের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে যেকোনো
সূরা বা আয়াত মিলিয়ে পড়া। কমপক্ষে বড় এক আয়াত বা ছোট তিন আয়াত পাঠ করা আবশ্যক।
উবাদা ইবনে সামিত (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্
(সা.) বলেছেন,
لَا
صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فَصَاعِدًا
যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা এর পর অধিক (অন্য সূরা) পড়ল না; তার সালাত হয়নি।”
সুনানে নাসাঈ-911