আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
আমি বড় পরীক্ষায় পড়েছি৷  এক ছেলের প্রপোজাল আসছে, তিনি আমাদের এলাকার স্বনামধন্য আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল।  দেখতে শুনতে, পড়াশোনা,  আর্থ-সামাজিক অবস্থান বেশ ভালো।
আমার পরিবারের তাকে বেশ পছন্দ, তাদেরও আমাকে।  কিন্তু ভদ্রলোকের কিছু আকিদাগত সমস্যা আছে মনে হচ্ছে।  তিনি বলেন ঈদ এ মিলাদুন্নবী পালন করা জায়েজ,  শবে বরাত পালন করা জায়েজ,  বড়দের পা ছুঁয়ে সালাম করা জায়েজ(গাইরে মাহরাম মুরব্বি হলেও), পারিবারিকভাবে জন্মদিন পালন করা জায়েজ, মিলাদ জায়েজ,  আবার এটাও বলেন যারা তাবলীগ জামাতের তারা নাকি ভ্রান্ত আকিদার, আবার কওমি মাদ্রাসা আর জামাতি ইসলাম নিয়ে খুবই কটু উক্তি করেন।  তিনি নাকি আবার হানাফি মাজহাব পালন করেন, বলেন প্রকৃত হানাফিরা এগুলো জায়েজ মনে করেন তবে যারা নামে হানাফি কিন্তু আসলে আহলে হাদিস তারা এসব বিদাত মনে করে।  আরও বেশ কিছু বিষয় আমার কাছে অসংলগ্ন আকিদার মনে হয়েছে। আর যা বিশ্বাস করে সেগুলোতে তার অনূভুতি তীব্র, মনে হয়না পরিবর্তন হবার মতো। বরং বেশ ডমিনেটিং ব্যক্তিত্বের।
আর পর্দার বিষয়েও বেশ গাফেল মনে হলো। আমার পরিবারের নারী সদস্যদের সাথে কেমন যেন অবলীলায় কথা বলছিলো, এমন একটা বিষয় যেন শালীনভাবে কথা বলতে অসুবিধা নেই, আমার তাকে গায়রতমান মনে হয়নি। তিনি কোন এক পীরের মুরীদ, উনার পীর  জান্নাতুল বাকিতে কবরস্থ। পীরের প্রতি উনার অসম্ভব ভক্তি,  বিষয়টা এমন পীর রাত বললে রাত, দিন বললে দিন। এদিকে উনাদের প্রতিষ্ঠান দেখলাম তাহেরি সাহেব প্রায়ই নিমন্ত্রিত হোন।
তবে তিনি খুব ইবাদত গোজার, তাহাজ্জুদও পড়েন। ব্যক্তিত্বসম্পন্ন না হলেও চরিত্র ভালো।
আমার পরিবার চাচ্ছে আমি রাজি হয়ে যাই, আমি বুজতেছিনা কি করব?  এমন এক পরিস্থিতি আমার মানা করার উপায় নেই ।  হয়তো এবার মানা করলে তারা আমার উপর হতাশ হয়ে পড়বে, এর আগেও দুটো ছেলের আর্থ-সামাজিক অবস্থা অনেক ভালো হওয়া স্বত্তেও একজন নামাজ পড়েনা, ঘুষ খায় বলে, আরেকজন স্ত্রী কে পারিবারিক পর্দার ব্যবস্থা করবে না বলে মানা করেছি, এই ভদ্রলোক তো সৎ, আর পর্দার নিশ্চিত করবে তাও মানা করাটা তারা বাড়াবাড়ি মনে করছে।
আমি কি আসলেই বাড়াবাড়ি করছি ?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসুল সাঃ বলেন-

وَإِيّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنّ كُلّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلّ بِدْعَةٍ ضَلَالَةٌ.

আর সকল নব উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকবে। কারণ, সকল নব উদ্ভাবিত বিষয় বিদআত। আর সকল বিদআত গোমরাহী ও ভ্রষ্টতা।’ (দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১৭১৪২, ১৭১৪৫)

আরেক হাদীসে আছে-
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عن أمِّ المؤمنين أم عبدالله عائشةَ رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رَدٌّ))؛ [رواه البخاري ومسلم]، 

‘যে আমাদের এই বিষয়ে (অর্থাৎ দ্বীন ও শরীয়তে) এমন কিছু উদ্ভাবন করবে, যা তার অংশ নয়, তা প্রত্যাখাত।’ -সহীহ মুসলিম, হাদীস ১৭১৮; সহীহ বুখারী, হাদীস ২৬৯৭

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি যেহেতু মুসলমান,সুতরাং তার সাথে বিবাহ জায়েজ।

এখন কথা হলো,সে স্পষ্ট বিদয়াতী,আবার এদিকে আপনার পারিবারিক অবস্থা এমন পরিস্থিতিতে পৌছে গিয়েছে যে আপনার মানা করার উপায় নেই,সুতরাং তার সাথে বিবাহ হলে পূর্ণ পর্দার নিশ্চয়তা ও স্বাধীন ভাবে পূর্ণ দ্বীন মানার নিশ্চয়তা পেলে এ পরিস্থিতিতে উক্ত বিবাহে রাজী হতে পারেন।

তবে এক্ষেত্রে ইস্তেখারা করে চুড়ান্ত সিদ্ধান্ত নিলে ভালো হলো।

এ সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...