আস'সালা মুআলাইকুম , কোন কোন ক্ষেত্রে একজন নারী যদি তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম হবে না ?
স্বামী যদি প্রচন্ড অকথ্য ভাষায় গালাগালি করে , বাবা - মা তুলে গালাগালি করে ,যার-তার সামনে অপমান করে এবং ৬ বছরের একসাথে থাকার জীবনে ৫ বার গায়ে হাত ও তুলেছে যাতে শরীরে দাগ পড়েছে এবং এর কারনে স্ত্রীর মনে যদি স্বামীর প্রতি ;অশ্রদ্ধা জন্ম নেয় , এবং স্ত্রীও প্রতিউত্তরে স্বামীকে গালাগালি দেয় এবং স্ত্রী ভয় করে যে সে এমন পরিস্হতি তে ধৈর্য ধারান করে স্বামীর হক আদায় করতে পারবে না তাহলে কি স্ত্রী তালাক চাইতে পারবে ?
উল্লেখ্য যে তার স্বামীর ব্যবহার এতই খারাপ যে সে তার জন্মদাত্রী মা কেও অকথ্য ভাষায় গালাগালি করে মেজাজ খারাপ হলে , অনেক বার সে তার মায়ের গায়ে হাত তুলার পর্যায় চলে গেছে !
তার স্বামীর এই বদমেজাজ , গালাগালি পরিবর্তন হওয়ার কোনো আশংকা নাই , এবং বাবা -মা তুলে গালি দেওয়ার পরেও সে নিজের দোষ স্বীকার করে স্ত্রীকে sorry বলে না ।
স্ত্রীর যদি ভয় করে ভবিষ্যৎ এ তাদের সন্তানও তার স্বামীর মত বদমেজাজি হবে , বা গালাগালি শিখবে তাহলে কি স্ত্রী তালাক চাইতে পারবে ?
স্বামীর সাথে মতবিরোধ, যেমন স্ত্রী চায় সন্তানদের গান শুনতে দিবে না কারান তা হারাম কিন্তু স্বামী লাউড মিউজিকে গান চালিয়ে শুনায় বাচ্চাদের, এরকম বিষয় যা স্ত্রী বাচ্চাদের ভালো শিক্ষা দিতে করে কিন্তু স্বামী স্ত্রীকে সাহায্য না করে উল্টো টা করে । বুঝানোর পরেও শুনে না।
এসব কারণে ধৈর্য হারা হয়ে সে স্ত্রী অনেক বারই স্বামীর কাছে তালাকে চেয়ে বসেছে ।
এ সব কারনে কোনো নারী যদি তালাক চেয়ে থাকে তাহলে কি তার জন্য জান্নাত হারাম হবে ? এ অবস্হায় ঐ নারীর করনীয় কি ,আল্লাহর থেকে মাফ পাওয়ার কি কোনো উপায় আছে ?
স্বামী অকথ্য ভাষায় গালাগালি করলেও কি স্ত্রী ঐ স্বামীর সাথে থাকতে বাধ্য? এতে স্ত্রী যতই মানষিক কষ্ট পাক ।