কোনো নারী যদি ঘর থেকে প্রয়োজনবশত ও বের নাহয় তবে কি তা অনুচিত?যেমন এখন অফলাইনে অনেক দ্বীনি মাজলিস ও তালিম হয় এইক্ষেত্রে কেউ যদি ঘরে থাকে এবং সেখানে থেকেই দ্বীনি ইলম অর্জন করে তবে তা কি উত্তম নয়?অফলাইনে এখন অধিকহারে দ্বীনি বোনদের যাওয়া আসা বেড়ে গিয়েছে।জায়েজ নাজায়েজের মাসায়ালা টেনেই বোনেরা বের হচ্ছেন।এভাবে ফিতনা হচ্ছে সাথে আস্তে আস্তে বরকত ও উঠে যাচ্ছে।সেক্ষেত্রে যে নারী তাকওয়া অবলম্বন করে ঘর থেকে প্রয়োজনেও বের হবেনা। এতে কি সেই নারীর এহেন কাজ কি বাড়াবাড়ি বা ওয়াসওয়াসাপূর্ণ বলে গণ্য হবে?নাকি উম্মাহ'র এতেই বেশি কল্যাণ হবে?
বর্তমানে দ্বীনি বোনেরা বের হচ্ছেন কিন্তু অন্তরে আছর পড়ছেনা।আমল আখলাকে উন্নতি হচ্ছেনা।ব্যক্তিকেন্দ্রিক ফ্যান্টাসি দিনকে দিন বেড়েই চলছে।কোনো মাজলিসে গেলেও ব্যক্তিকে কেন্দ্র করে যাওয়া হচ্ছে কিন্তু সেই মাজলিসের নির্যাসটুকু কেউ নিজের মধ্যে ধারণ করছেনা।
অধিক তাকওয়া ও কল্যাণকর কাজ কোনটা হবে জানতে চাচ্ছি।