আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম।

১) নামাজ পড়ার সময় জায়নামাজের সামনে ছোট টুল বা চেয়ার রেখে এর সামনে দিয়ে যাতায়াত করা যাবে কি? সিজদাহর জায়গার সামনে দিয়ে তো হাঁটলে গুনাহ হয়, এক্ষেত্রে কি গুনাহের সম্ভাবনা আছে?

২) কোনো একটা রূমে জায়গার স্বল্পতার কারনে দুইজন নারী কি একজনের পিছনে আরেকজন নামাজ পড়তে পারবে?

৩) সিজদাহর জায়গার কতটুকু দূরত্ব দিয়ে হাঁটা যায়?

৪) কোনো একজন শিক্ষিকা যদি স্টুডেন্টের শারীরিক গঠন নিয়ে সব স্টুডেন্টের সামনে তাকে অপমান করে, পরবর্তীতে উনি কাজটা ঠিক করেন নি এ সম্পর্কিত আলোচনা কি ক্লাসে উপস্থিত অন্য শিক্ষার্থীরা করতে পারবে? এটা কি গীবতের মধ্যে পড়বে? যেহেতু কাজটা তিনি পাবলিকলি করেছেন।

৫) কোনো হিন্দু ব্যক্তির সমালোচনা কি তার অনুপস্থিতিতে করলে তা গীবতের পর্যায়ে পড়বে?

৬) অনিচ্ছায় শুনে ফেলা গীবতের জন্য ক্ষমা চাওয়া সম্ভব না হলে করনীয় কি?

1 Answer

0 votes
by (589,800 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসল্লির সামনে নিজ পক্ষ থেকে সুতরা রেখে সামন দিয়ে অতিক্রম করা কি যাবে? ইবনে আবেদীন শামী রাহ, বলেন, এসম্পর্কে আমি স্পষ্ট কোথাও কিছু পাইনি,
عصا نمازی کے سامنے رکھتے ہوئے آگے سے گذر جانے کے بارے میں علامہ شامی فرماتے ہیں کہ ہمیں اس کا حکم صراحةً نہیں ملا۔
قال: وإذا کان معہ عصا لاتقف علی الأرض بنفسہا فأمسکہا بیدہ ومر من من خلفہا؛ ہل یکفي ذالک؟ لم أرہ (الدر مع الرد: 1/401) ۔
مفتی رشید احمد صاحب لدھیانی فرماتے ہیں بہ ظاہر اس کے جواز میں کوئی مانع نہیں ہے، لہٰذا بوقت ضرورت اس کی گنجائش ہے۔
فتوی نمبر : 401-313/D=06/1442
دارالافتاء،
دارالعلوم دیوبند
মুফতি রাশিদ আহমদ লুদিয়ানবী রাহ বলেন, সাধারণত এর বৈধতায় কোনো বৈরিতা নেই। সুতরাং জরুরতে এমনটা করা যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/536

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নামাজ পড়ার সময় জায়নামাযের সামনে ছোট টুল বা চেয়ার রেখে, এর সামনে দিয়ে যাতায়াত করা যাবে। সিজদাহর জায়গার সামনে দিয়ে তো হাঁটলে গুনাহ হয়,কিন্তু নামাযরত ব্যক্তির সামনে কিছঁ রেখে হাটলে তখন গোনাহ হবে না।

(২) কোনো একটা রুমে জায়গার স্বল্পতার কারনে দুইজন নারী একজনের পিছনে আরেকজন নামাজ পড়তে পারবে।

(৩) ছোট মসজিদের নামাযির সামন দিয়ে যাতায়াত করা যাবে না। হ্যা, সুতরাং রেখে সুতরার সামন দিয়ে যাতায়ত করা যাবে। আর বড় মসজিদ হলে নামাযরত ব্যক্তির সিজদাহর জায়গা বা সামনের এক সফের পর জরুরতে অতিক্রম করা যাবে। 

(৪)  স্টুডেন্টের শারীরিক গঠন নিয়ে সব স্টুডেন্টের সামনে কাউকে অপমান করা হলে, পরবর্তীতে ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা যদি ঐ শিক্ষক,/শিক্ষিকার  সমালোচনা করে, তাহলে সেটা গীবত হবে না। তবে এরকম আলোচনা থেকে বেচে থাকা অবশ্যই উচিৎ ও কর্তব্য।

(৫) কোনো হিন্দু ব্যক্তির সমালোচনা তার অনুপস্থিতিতে করলে সেটাও গীবতের পর্যায়ে পড়বে।

(৬) অনিচ্ছায় শুনে ফেলা গীবতের জন্য শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...