আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
89 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
১.নামাজে কোনো ভুল করছি এটা নিশ্চিত হলে এবং অনিশ্চিত হলে কি সাহু সিজদার নিয়ম আলাদা?
২.কোনো কারণে ফজরের নামাজে উঠতে না পারলে যোহরের আগে যেকোনো সময় পড়ে নিল সেক্ষেত্রে কি কাজা হিসেবে পড়তে হবে?
৩.সুন্নাত নামাজ ওয়াক্ত শুরু না হলেও পড়া যায় শুনেছি।কিন্তু কোনো কারণে ওয়াক্তের ভেতরে সুন্নাত নামাজ পড়তে না পারলে পরের ওয়াক্তে কি কাজা হিসেবে পড়তে হবে?
৪.সালাতুল দুহা,ইশরাকের সালাত ও চাশতের সালাত কি একই নাকি আলাদাভাবে পড়তে হবে?
৫.ঘরের ভেতর ছবি বা প্রানীর আকৃতির কিছু থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেনা।এগুলো যদি বাক্স বা আলমারিতে বদ্ধ থাকে তাহলেও কি রহমতের ফেরেশতা প্রবেশ করবেনা?চোখ মুখ বাদে প্রজাপতির পাখার আকৃতির কিছু কি ঘরে রাখা যাবে?চোখ মুখ বাদে শুধু কালো ছায়ার মতো কিন্তু মানুষের অবয়বের কোনো ছবি ঘরে থাকলে সমস্যা হবে?
৬.টেক্সটে ইমোজি ব্যবহার করা কি হারাম?ফোনের থিমে ইমোজি বা প্রানীর আকৃতির কিছু ব্যবহার করা যাবে কি?
৭.হোস্টেলে গনরুমে থাকা অবস্থায় দেখা যায় নামাজ পড়ার সময় আশেপাশে অনেকে বেপর্দা হয়ে থাকে বা ফোনে গান শোনে অথবা অনেকের কাছে পুতুল বা ছবি থাকে।সেক্ষেত্রে আমার নামাজ কি হবে?
৮.পরীক্ষার হলে কারো কাছ থেকে কিছু শুনে লেখা কি গুনাহ?
৯.ইনশাআল্লাহ,সুবহানাল্লাহ উচ্চারণের সময় ইংশাআল্লহ,সুবহানআল্লহ উচ্চারণ করতে হবে।কিন্তু লেখার সময়ও কি উচ্চারণের মতো করেই লিখা আবশ্যক নাকি এতদিন যেভাবে লিখছি ওইভাবেই লিখা যাবে?
১০.নামাজে সূরাহ বা দোয়া কি চোখ বন্ধ করে পড়া যাবে?
দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে ছোট সূরাহ পড়তে হবে এমন কোনো নিয়ম আছে কি?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)জ্বী, নামাজে ভুল হয়েছে কি না? এটা নিশ্চিত হলে এবং অনিশ্চিত হলে, সাহু সিজদার বিধানে পরিবর্তন আসবে। 
(২) কোনো কারণে ফজরের নামাজে উঠতে না পারলে যোহরের আগে যেকোনো সময় পড়ে নিলে, সেক্ষেত্রেও ঐ নামায কাজা হিসেবে বিবেচিত হবে। 
(৩)সুন্নাত নামাজ ওয়াক্ত শুরু না হলে পড়া যাবে না।  কোনো কারণে ওয়াক্তের ভেতরে সুন্নাত নামাজ পড়তে না পারলে, পরের ওয়াক্তে কাজা হিসেবে পড়া যাবে। তবে জরুরী নয়। 
(৪) সালাতুল দুহা,ইশরাকের সালাত ও চাশতের সালাত পড়ার পদ্ধতি একই। সাধারণ নফল নামাযের মতই পড়তে হবে।  
(৫) ঘরের ভেতর ছবি বা প্রানীর আকৃতির কিছু থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেনা। তবে এগুলো যদি বাক্স বা আলমারিতে বদ্ধ থাকে, তাহলে রহমতের ফেরেশতার জন্য প্রতিবন্ধক হবে না। চোখ মুখ বাদে প্রজাপতির পাখার আকৃতির কিছু ঘরে রাখা যাবে। চোখ মুখ বাদে শুধু কালো ছায়ার মতো কিন্তু মানুষের অবয়বের কোনো ছবি ঘরে থাকলে সমস্যা হবে না।
(৬) টেক্সটে ইমোজি ব্যবহার করা হারাম। ফোনের থিমে ইমোজি বা প্রানীর আকৃতির কিছু ব্যবহার করা যাবে না।
(৭) যদি হোস্টেলের গনরুমে নামাজ পড়ার সময় আশেপাশে অনেকেই বেপর্দা হয়ে থাকে বা ফোনে গান শোনে অথবা কারো কাছে পুতুল কিংবা ছবি থাকে। তাহলে সেক্ষেত্রে আপনার নামায অবশ্যই হবে। তবে যেই ঘরে ছবি থাকবে, সেই ঘরে নামায পড়া মাকরুহ। 
(৮)পরীক্ষার হলে কারো কাছ থেকে কিছু শুনে লেখা যাবে না। গুনাহ হওয়ার অবশ্যই সম্ভাবনা থাকবে। 
(৯) ইনশাআল্লাহ,সুবহানাল্লাহ উচ্চারণের সময় ইনশা’আল্লাহ,সুবহানাল্লহ উচ্চারণ করতে হবে। এবং লেখার সময়ও  উচ্চারণের মতো করেই লিখতে হবে।
(১০)নামাজে সূরাহ বা দোয়া চোখ বন্ধ করে পড়া মাকরুহ। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে ছোট সূরাহ পড়তে হবে, এটাই মুস্তাহাব পদ্ধতি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
ওয়াক্তের আগে সুন্নত নামাজ পড়া যায় এই ব্যাপারটা এখানেই প্রথম দেখে কয়েক জায়গায় খোজ করলাম। কোথাও পেলামনা। নিশ্চিত হয়ে নেয়ার অনুরোধ রইলো। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...