ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
https://ifatwa.info/17746/ নং
ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, শরীয়তের বিধান হলো বাবা মা সহ কাহারো মোবাইল অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নেই। যদি মালিক অনুমতি দেয়,তবেই শুধু সেটির ব্যবহার জায়েজ হবে। নতুবা নয়।
হাদীস শরীফে
এসেছে
وَعَنْ
أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ :
«أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ
مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ
فِى الْمُجْتَبٰى
আবূ হুররাহ্
আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো
জন্য হালাল নয়। (বায়হাক্বী- শু‘আবুল ঈমান, দারাকুত্বনী- মুজ্তাবা) (সহীহ : আহমাদ ২০৬৯৫,
শু‘আবুল ঈমান ৫১০৫,
ইরওয়া ১৪৫৯,
সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাতুল মাসাবিহ ২৯৪৬)
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা
রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী,
হাদীস নং-২৮৯০,
শুয়াবুল ঈমান,
হাদীস নং-৪০৩৯}
★★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে বাবা মার মোবাইল তাদের
অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নেই। ডাটা অন করাও জায়েজ নেই।
হ্যাঁ যদি তারা অনুমতি দেন,বা আগে থেকেই তাদের অনুমতি ছিলো,এমনটি হয়,তাহলে তাদের মোবাইল ব্যবহার করা,ডাটা অন করা জায়েজ আছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
১. যার হক্ব
নষ্ট করা হয়েছে বা গোপনে কারো আসবাব ব্যবহার করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়ার কোনো
সুযোগই যদি না থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে যার হক্ব নষ্ট করা
হয়েছে তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সদাকা করতে হবে এবং তার
জন্য সাধ্যানুযায়ী ঈসালে সাওয়াব করতে হবে।
২. জ্বী এতে কবীরা গুনাহ হবে।