আসসালামু আলাইকুম
১ম প্রশ্ন
আমার বোন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে চায়। আলহামদুলিল্লাহ কিছুদিন হলো তার দ্বীনের বুঝ হয়েছে। সে উম্মাহর খেদমোত করার উদ্দেশে মেডিকেল এ পরতে চায়। আলহামদুলিল্লাহ চোখের হেফাজত করে , বোরখা হাত মোজা পা মোজা নিকাব সহ পর্দা করে । কিন্তু বাংলাদেশ এ সহশিক্ষা ব্যতীত কোনো মেডিকেল কলেজ নাই । এক্ষেত্রে সে যদি তার নিয়তে মেডিকেল এ ভর্তি পরিক্ষা দিয়ে মেডিকেল এ পড়ে তাহলে কি কি গুনাহ হবে ? কবিরা গুনাহ ?
২য় প্রশ্ন
হালাল হারাম এ কেও যদি হারাম কাজ করে তার শাস্তি কি কি হবে ?হারাম এ কি কবিরা গুনাহ হয়?