আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
শাইখ,
আমার জানামতে নামাজের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় "তিলাওয়াত - দোয়া - তাসবিহ - ইত্যাদি" না পড়ে চুপচাপ অতিবাহিত হয়ে গেলে সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। এই মাসআলা কতটুকু সঠিক?
নাওয়াফিল নামাজে অথবা তাহাজ্জুদ নামাজে সাজদাবনত অবস্থায় যদি কারও দুই তাসবিহ অথবা আরবি দোয়ার মধ্যে তিন তাসবিহ বা তারও অধিক সময় চুপচাপ অতিবাহিত হয় ( অবস্থাটা এরকম যেমন - কেউ একজন ঠোঁট বন্ধ রেখে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'লার কাছে দোয়া করছে) তাহলে কি তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে?
জাযাকুমুল্লাহু খাইর।