আসসালামু আলাইকুম,
হুজুর,
প্রশ্ন :১
আমি হুজুর আজকে, আল্লাহ তায়ালা কে মানুষ রুপে স্বপ্নে দেখেছি,আমার তার রুপ মানুষ রুপে মনে আছে কিন্তু স্পষ্ট মনে নেই,তিনি উনার নিজ রুপে ছিলেন না,আমাকে বলছেন উনি আমি যেনো ভালো হয়ে যাই,ভালো হলে আমার জন্য উনি জান্নাতের সু-সংবাদ দিয়েছেন।
উনি আরো বলেছেন আমার কাছে নাকি বেশি সময় নাই, আমি শিগ্রই মারা যাবো,
তারপর আমি দেখলাম আমি তার পায়ে ঝাপ দিয়ে পরে গেসি,তারপর কান্না করছি আর বলছি আল্লাহ আমিতো অনেক বড় পাপি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও,পরে আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করবেন বললেন(যদি ভালো হই আরকি) তারপর মুচকি হাসতে হাসতে চলে গেলেন, আর আমার ঘুমও ততক্ষনে ভেঙে গিয়েছিলো,
বি:দ্র:
আমি হুজুর রিয়েল জীবনে, আগে অনেক ভালো ছিলো নামায পরতাম, হারাম হালাল, ইস্লামের সকল হুকুম আহকাম মেনে চলতাম কিন্তু বর্তমানে আমি আমার হেদায়াত হারিয়ে ফেলেছি, ঠিক এমন সময় আমি আজকে এই স্বপ্নটা দেখলাম, আমাকে দয়া করে একটু জানাবেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে,? আমিকি সত্যি তেই খুব শিগ্রই মারা যাবো ?
আমি যতটুকু বুঝলাম, আল্লাহ তায়ালা এখনো আমাকে ভালোবাসেন এবং তিনি চান আমি সত্যের পথে আসি, তাই তিনি আমাকে এই স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছেন, ভালো হতে বলেছেন,
প্রশ্ন : ২
আর একটি প্রশ্ন,আমিকি সত্যিই আল্লাহকে দেখেছি,? এটাকি আদ্যও সম্ভব,? আমি তাকে তার রুপে দেখিনি মানুষ রুপে দেখেছি সেই মানব রুপ টাও একদমই অস্পষ্ট আমার স্মরণ নেই।
আমি আপনাদের উত্তরের আশায় আছি, আশা করছি ভালো কিছুই হবে।
জাযাকাল্লাহু-খইরন।
.