আসসালামু আলাইকুম হুজুর, আজকে রাতে সময় ৭ টার দিকে আমি আমার বউ এর সাথে ফোন কল এ কথা বলতাসিলাম কিছু বিষয় নিয়ে তো কথা অনেক বলসি কিন্ত কয়েকটা কথা আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিলো তা হল আমার বউ কে আমি জিজ্ঞাসা করি ওই কই বা কথাও তো জবাবে বলে বাসায় জাচ্চে বা বাসার দিকে যাচ্চে এমন বলসে আমি পরে বলি আচ্ছা বাসায় যাও বা যাও বাসায় এইগুলার মধ্যে কোন একটা বলসি বলার পরে আমার চিন্তা শুরু হয় আমি আমার বউ কে যে বললাম এইটা আবার তালা''' এর নিয়তে বলি নাই তো বা মনে তালা'''' বিষয় নিয়ে কোন চিন্তা ভাবনা ছিল নাকি আর চিন্তা ভাবনা থাকলে ও সমস্যা নাই কিন্ত কোন নিয়ত ছিল নাকি এমন চিন্তা শুরু হয় আর অর সাথে কথা বলার সময় মনে এমনে ও কিছু টা চিন্তা বা ভয় কাজ করতাসে মুখ দিয়ে আবার কোন কিনায়া বা এমন কোন কথা বলে না ফেলি যাতে সমস্যা হয় তো আমার এখন চিন্তা হচ্চে আমি কথা টা বলার সময় এমন চিন্তা ভাবনা বা ভয় যে মনে কাজ করসে আবারও এতে কোন সমস্যা হবে না তো?
আরও অর বোন মেজ বোন বাসায় আসছে আমি দুইবার এর মত হবে বলসি যে একটা কথা মুখে আসছিল প্রথমে একবার এই কথা বলার পরে আবারও আমি মনের তাসাল্লির জন্য বলি একটা কথা মনে আসছিল আর নাই বলি বা আর বললাম না এমন কিছু বলি,তো আমার এখন চিন্তা হচ্চে বাসায় যাও আর একটা এই কথা বা এই বাক্য গুলা যে বলসি আমার মনে কিছু টা ভয় আর চিন্তা যে হচ্চিল তাতে কোন সমস্যা হবে না তো আরও চিন্তা আছিল বা হচ্চিল যে উলটা পালটা কিছু বলে বা মুখ দিয়ে কথার flow তে flow তে বের না হয়ে যাই মানুষ সাভাবিক কথার flow তে অনেক কিছুই বলে প্রতিটা কথা বা বাক্য বলার সময় মনে তালা'''' এর চিন্তা বা নিয়ত ছিল নাকি তা খেয়াল রেখে কথা বলা সহজ না আপনারা তা বুজেনি তো বউ এর কথার জবাবে আমার যেমন জবাব বা বলার মনে হয়েছে বলসি কিন্ত বলে ফেলার আগে বা বলতে পারেন বলার সময় ও হাল্কা ভয় আর চিন্তা মনে কাজ করতাসিল কিনায়া বা আল্লাহ না করুক এমন কিছু না বলে ফেলি বা মুখ দিয়ে কথার flow তে না বের হয়ে যাই। আর এইসব বলে ফেলার পরে চিন্তা টা কিছুটা বেড়ে যাই যা থেকে আপনাদের জিজ্ঞাসা করলাম। আমি এক বা একটা আরও বাদ এই বাক্য গুলা নিয়ে প্রায় বলে ফেললে বা লেখে ফেললে চিন্তাই পড়ে যাই আর মাঝে মধ্যে যাও কথা টা বললে ও এমনি মনে হয় এখন সেইটা যদি অন্য কার সাথে কথা বলার সময় অন্য কেউ কে উদ্দেশ্য করে ও হয় তাও সেম চিন্তা আর পেরেশানিতে পড়ে যাই। হয়ত এইগুলা শয়তান এর ওয়াস ওয়াসা যেহেতু আমরা মুসলিম তাই শয়তান প্রতিপদে ওয়াস ওয়াসা আর মনে পেরেশানি বা অস্তিরতা দিয়ে চিন্তাই ফেলে দেই।
শেষ আরেকটা কথা আমি আমার বন্দুর সাথে কিছু কথা বলতাসিলাম tour এর বেপারে তো আমার বন্দু কে বলি তুই না গেলে বা তুই তো বা তুই যেহেতু জাবি না আমি বাদ দিয়ে দিতে চাই এমন বলসি প্রথমে একবার এর পরে আমি আবারও কিছুটা চিন্তায় পড়ে যাই আর আমি যে কেন বলসি বা কোন ইজ্ঞিতে বলসি তার জন্য বলি plan cancel বা plan নিয়ে কিছু একটা বলি accurate মনে আস্তাচেনা তো তার কয়েকমিনিট বা অল্প কয়েক মিনিট এর মধ্যে বা পরে আমি আবারও বলি হয়ত মনের তাসাল্লির জন্য বা একবার যে বাদ দিয়ে দিতে এমন কথা বলসি তার প্রেক্ষাপটে আমি আবার বলি বন্দু কে উদ্দেশ্য করে বা এমনেই হোক না কেন যদি ওকে উদ্দেশ্য না করেই কিন্ত ওইখানে শুধু আমার ওই বন্দু টাই ছিল আমার সাথে,তো যা বলতাসিলাম যে তুই না গেলে বা তুই তো জাবি না বা তুই যেহেতু যাবি না তাই plan বাদ দিয়ে দিতে চাইলাম বা plan বাদ দিতে চাইলাম এমন কোন একটা বলসি (কিন্ত বাদ দিলাম বা plan বাদ দিলাম ইত্যাদি এমন কিছু মানে দিলাম কথা টা বলিনাই আমার মনে যা আস্তাছে তা অনুযায়ী বলতাসি) আর এইটা ২য় বার বলার সময় এইগুলার বলার আগে বা পরে plan কথা টা অবশ্যই বলসি যতটুকু মনে আস্তাছে ওই হিসাবে আর cancel এই কথা বা বাক্যটা বলসি কিনা পুরোপুরি নিশ্চিত হতে পারছিনা,আর আমার বউ কে নিয়ে কয়েকটা কথা বা কিছু কথা হয়েছে যে আমার বউ না করসে (tour) আমাকে যাইতে কেন না করসে ইত্যাদি এইসব কিছু টা কথা হয়েছে আর তেমন কিছু কথা হয় না আমার ধারণা অনুযায়ী তো এখন যে আমি আমার বউ কে উদ্দেশ্য করে বাদ দিতে চাইলাম বা বাদ দিয়ে দিতে চাইলাম এমন বা এই ধরনের কথা বলব তা কিন্ত না আল্লাহ মাফ করুক,মুলত বন্দুর সাথে কথার flow তে flow তে এই বাদ বাক্য টা বের হয়ে যাই তাই এত চিন্তা আর এত কথা বা সাভাবিক কথার জবাবে বা কথার flow তে যদি বলার আগে বা বলার সময় এত ভেবে বলতাম যে কি বলব বা বলতাসি আর মনে কোন তালা''' নিয়ে চিন্তা বা আল্লাহ না করুক নিয়ত তো নাই এমন হলে আশা করি এত চিন্তা বা এইখানে প্রশ্ন করার দরকার হতো না কারন তখন আমি জিনিসটা শিয়র বা অনেকটায় নিশ্চিত থাকতাম। তো যেতটুকু মনে আস্তাছে বা আসছে বললাম বা বলার চেষ্টা করসি তাও বলতে পারেন কিন্ত জানিনা সব কথা ঠিক ভাবে বলসি কিনা বা বলতে পারলাম কিনা,কোন কথা না বলে থাকলে বা মনে বা স্মরণে ঠিক ভাবে না আসাই বলিনাই বা উল্লেখ করিনাই এমন তো তার জন্য আল্লাহ যেন মাফ করে দেক আমাকে। এবং আল্লাহ ভালো জানেন
#আমার পুরা বিবরণ অনুযায়ী আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হওয়ার সম্বাবনা বা কোন সমস্যা তো হবে না তা নিশ্চিত করবেন।
#আর আমি এইগুলা নিয়ে কোন ভাবনা বা চিন্তা করা কি ঠিক হবে নাকি আপনারা উত্তর দেওয়ার পরে এইগুলা নিয়ে ভাবার দরকার নাই আল্লাহর উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাব।
কয়েকবারি প্রশ্নটাকে এডিট করে সাজাইয়া আর কথা গুলা বলার চেষ্টা করলাম আশা করি বুজবেন আপনারা তা ।
তো উস্তাদ উত্তর বা পরামর্শ দিয়েন অনুরোধ এড়িয়ে যাবেন না।