আইনের হাতে যে তুলে দেব, দেশে কী আর আইন বলতে কিছু আছে?  দুই আইন ত প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না। আইন যাদু তেও বিশ্বাস করে না। তার নামে যে মামলা করা হবে, কী প্রমান নিয়ে মামলা করবে। দিনশেষে মামলার ফলাফল শুন্য। তার উপর 
বিজ্ঞ রুকইয়াহ কারীর কথা আর কী বলব। ৮-১০ লাখ টাকা খরচ। কেও টাকা হাতিয়ে নিয়েছে। পরে উদ্ধার করা হয়েছে, কিছু যায়গায় টাকা ও গেছে সময় ও নষ্ট। 
কিছু রাকীর মত এখন সে ওই জীবিত ব্যাক্তিকে মারার পথে হাটছে। 
যারাই বলেছিল আচ্ছা দেখি কী করা যায়, তারাই জানিয়েছে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। 
ওই ব্যাক্তিকে ত বাচতে হবে? 
যদি অই যাদুকর কে কেও মেরে ফেলে তাহলে তার উপর ( যে মারবে)  ইসলামিক বিধান কী হবে ?