শাশুরী কি তার ছেলের বউ এর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে? হাজারো রাগ অভিমান দূরে রেখে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শাশুরি তার ছেলের বউ এর সাথে ফোনে কথা বলে, কিন্তু তার হাজবেন্ড (শাশুড়ির হাজবেন্ড) তাকে কড়া ভাবে নিষেধ করে দিছে সে যাতে ছেলের বউ এর সাথে কথা না বলে এবং কোনো কল দিলে রিসিভ না করে, আরো বলেছে যদি তার কথা না শুনে তাহলে বাড়ি থেকে যেনো বের হয়ে যায় সে, এবং তার কথা অমান্য করলে যেনো সে গাড়িতে এক্সিডেন্ড করে মারা যায়, এসব আবোল তাবোল কথা বলে, আর যাতে না দেখে, দেখলে তার হাজবেন্ড তার সাথে খারাপ আচরণ করবে / ঝগড়া করবে? এতমো অবস্থায় উক্ত শাশুড়ি কিভাবে তার ছেলের বউ এর সাথে সম্পর্ক রক্ষা করে চলবে? এ অবস্থায় সম্পর্ক ছিন্ন করলে অথবা যোগাযোগ রক্ষা না করলে কি উক্ত শাশুড়ি গোনাহগার হবেন?