আসসালামুআলাইকুম, আমি আমার স্বামীকে একদিন বলেছিলাম,"আমাদের বিয়ের কাবিন থেকে শুরু করে এখন এই মূহুর্ত পর্যন্ত ,দুটি মজলিসের তালাকের ক্ষমতা সহ বাকি প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহুর্তে আপনার থেকে যদি কোন তালাকের ক্ষমতা আমার নিকট আসে,সকল প্রকার ক্ষমতা আপনার নিকট ফেরত দিলাম। "
(১)অনেক দিন পর আমার মনে পড়ল,আমিতো আমার স্বামীকে ক্ষমতা ফেরত দেওয়ার সময় যে দুটি মজলিসের ক্ষমতা ফেরত দিয়েছিলাম,সেটা প্রকাশ করে বুঝিয়ে বলিনি।এখন কি আমার কাছে সেই দুটি মজলিসের তালাকের ক্ষমতা থেকে গিয়েছিল?
(২) আমার স্বামীকে এখন জিজ্ঞেস করেছিলাম, আমি যে দুটি মজলিসের তালাকের ক্ষমতা ফেরত দিয়েছি ,আপনি কি বুঝতে পেরেছেন,কোন দুটি মজলিসের কথা বলেছিলাম।তখন উনি বলেছেন, আমরা ইদানিং যে এ বিষয়ে আলোচনা করেছি,ইদানীং আলোচনার যে কোন দুটি মজলিস হবে। কিন্তু আমিতো ইদানিং আলোচনার একটি মজলিস ধরেছিলাম আরেকটি মজলিস ধরেছিলাম অনেক আগের অতীতের মজলিস। এখন কি অতীতের মজলিসের কথা আমার স্বামী বুঝতে না পারায়, সে মজলিসের তালাকের ক্ষমতা ফেরত যায়নি?এতদিন থেকে গিয়েছিল আমার কাছে?