জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ফিস মূলত প্রশ্নপত্র তৈরী, খাতা,গার্ড দের ফি,খাতা কাটার ফি,সহ বিবিধ কারনে নেয়া হয়।
এই ফি দেয়া প্রতিষ্ঠান গুলোর নিয়ম ও শর্তের মধ্যেই অন্তর্ভুক্ত।
সুতরাং সেই শর্ত মানা জরুরি।
হাদীস শরীফে এসেছেঃ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
ফি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া,এই পরীক্ষাগুলোতে অংশ নেওয়া জুয়ার অন্তর্ভুক্ত হবেনা।
এগুলো জায়েজ।
কোনো সমস্যা নেই।
,
তবে পরিক্ষার নামে নিয়ম বহির্ভুত কোনো অতিরিক্ত টাকা প্রতিষ্ঠান নিতে পারবেনা।
নিলে এতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের গুনাহ হবে।
আপনার নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরত যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এক্সাম হয়,যেখানে শুধু সেখানকার স্টুডেন্টরা সেই এক্সামে অংশগ্রহণ করবে,আর এক্সাম ফি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান এর নিয়ম হিসবে ঐ ১০০ টাকা নিবে,সেক্ষেত্রে সেখানকার স্টুডেন্টরা সেই এক্সামে অংশগ্রহণ করতে পারবে,ফি দিতে পারবে।
তবে বিষয়টি যদি এমন না হয়,সাধারণ প্রতিযোগিতার মতো হয়,সেক্ষেত্রে মাসয়ালা হলো,এক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফি দ্বারা যদি কোনো পুরুস্কার না দেয়া হয়,শুধুমাত্র উক্ত প্রতিযোগিতা আয়োজন বাবদ প্রয়োজনীয় খরচ এর জন্য নেয়া হয়,সেক্ষেত্রে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জায়েজ হবে।
অন্যথায় জায়েজ হবেনা।