আমি এক পরীক্ষায় অনেকবার ফেইল করেছি, প্রতিবার বাসা থেকে পড়ে প্রিপারেশন নেই, কিন্তু বাসায় পড়ার পরিবেশ নেই, পড়াও হয় না, বাসায় ঝামেলা ঝগড়া, মারামারি লেগে থাকে, পরীক্ষা এখন পর্যন্ত পাস হয় নি, এটাই শেষ বার দেয়া হবে।
আমি বাসায় ইসলাম ও প্র‍্যাক্টিস করতে পারি না ওভাবে, পর্দা, কুরআন, নামায কোনওটাই ঠিক হয় না
আমি দিনের কিছু টা সময় ৭/৮ ঘন্টা লাইব্রেরি তে পড়তে চাচ্ছি, কিন্তু ওখানে মহিলাদের নামাযের স্থান নেই, আমি গিয়ে দেখেছি পুরুষদের সাথে একই বাথরুম মহিলাদের, এর মাঝে লাইনে দাঁড়িয়ে যেতে হয়, ওজু সময় নিয়ে করাও যায় না
আমি জীবিকার তাগিদে এই পরীক্ষায় বসতে চাই শেষবারের মতো ,
আমি অবিবাহিতা, পরিবার খোটা দেয় যে কোনও টাকা পয়সা দেই না, ওদের উপর খাচ্ছি এখনো
আল্লাহর নাম নিয়ে আমি শুরু করতে চাই আবার পড়া , কিন্তু পড়ার পরিবেশ নেই বাসায়
ওই লাইব্রেরি তে কি আমার পড়া উচিত হবে? ছেলেমেয়ের সিট পাশাপাশি
আর ছেলেদের সাথে কথা হয় ওখানে গেলে বা বলতে হয়
আমাকে সমাধান দিবেন