আসসালামু আলাইকুম।
বর্তমানে অনলাইনে অনেক কোচিং এ ক্লাস করায়।সেখানে ছাত্ররা শেয়ারে ১০-১৫ জন মিলে একটি কোর্স (১২০০-১৫০০টাকা)কেনে,এরকম কিছু ছাত্ররা মিলে প্রায় ৮০ জন মিলে প্রায় ১৫হাজার টাকার কোর্স কেনে,এ বিষয়ে শিক্ষকরা জানেনা।এখানে তো শিক্ষকের হক নষ্ট হয়।
এখন আমিও এরকম কিছু টাকা শেয়ারে দিয়েছিলাম যদিও সরাসরি কোন শিক্ষকের সাথে কথা হয়নি কখনো,পরবর্তীতে যদি এ কাজের জন্যে অনুতপ্ত হই,আমার পক্ষে সেই শিক্ষকের কাছে ক্ষমা চাওয়া সম্ভব না হয়,কারন এখানে বিবাদের উদ্দেগ হতে পারে,এর সাথে আর যারা জড়িত তাদের নাম ও সামনে এসে যেতে পারে,যেটাতে অন্যান্য ব্যক্তিরা(৮০জন)জড়িত,যাদের কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনিনা,প্রায় এভাবে ১০টি কোর্স কেনা হয়েছে।কিন্তু সব কোর্স কেনার সময় আমার সম্মতি নেয়া হয়নি,& আমি সব কোর্সের ক্লাস করিওনি।কিন্থ ভিডিওগুলো গ্রুপে আছে,যেখানে আমিও আছি,সহজ কথায় আমার এক্সেস আছে।
এখন আমার করনীয় কি?
আমি যদি এখন যেসব ক্লাস আমি দেখেছি(মানে মোট ১০টা কোর্সের মাঝে ৭ টা কোর্স আমি দেখেছি)সেই কোর্সগুলোর টাকা দিয়ে দেই একজন স্টুডেন্ট এর হিসেবে তাহলে কি হবে?আমি চাকুরী প্রত্যাশি,আমার সেই পরিমান অর্থ নেই, যদিও নিয়ত ছিল চাকুরী পেলে প্রথম বেতন দিয়েই যতগুলো কোর্স কেনা হয়েছে তার টাকা পরিশোধ করে দিব।কিন্তু বর্তমানে বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত।তখন আমার এই উপলব্ধি ছিলনা বলেই গুনাহ হয়ে গেছে। এখন আমি কি না জানিয়ে সেই শিক্ষকদের একজন স্টুডেন্টের হিসেবে কোর্স ফি পাঠিয়ে দিব?নাকি তাদের কাছে জানিয়ে ক্ষমা চাইতেই হবে,যেহেতু শিক্ষকদের অগোচরেই এই কাজ করা হয়েছে!
এর মাঝে অনেক শিক্ষক নিজের কোর্স শেয়ারের ব্যাপারে নিষেধ করেছিলেন,অনেকে শেয়ার বিষয় নিয়ে আলোচনা করেনি।
আমি আল্লহর কাছে তওবা করেছি এই ব্যাপারে,কিন্তু এটা তো বান্দার হক।তাই আমার কি করনীয়?