আসসালামু আলাইকুম।
প্রথম প্রশ্নে কিছু তথ্য না থাকায়, সেই তথ্য দিয়ে আবার প্রশ্ন করলাম।
আমি ভার্সিটিতে থাকাকালীন একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাই। আল্লাহর মেহেরবানীতে হেদায়েতের রাস্তা খুজে পাই। আর সেই সম্পর্ক থেকে বের হয়ে আসি। কিন্তু আমি ইদানীং কয়েকজন আলেমের বক্তব্যে দেখলাম, শয়তানি করে কাউকে বউ, জামাই বললেও নাকি বিয়ে হয়ে যায়?
আমার প্রশ্নটা হচ্ছে, আমি রিলেশনে থাকাবস্থায় ওই মেয়েকে স্ত্রী ডেকেছি। ওই মেয়েও আমার ডাকে সাড়া দিয়েছে। সাড়া দেওয়া মানে, "হ্যা বা হুম বলেছে"। " "কবুল করে নিলাম" বা তুমি আমার স্বামী এরকম কিছু বলেনি প্রতিউত্তরে। ভার্সিটির ক্যাম্পাসে আরো অনেকে ছিল, কিন্তু আমাদের দিকে মনোযোগী ছিল না। মানে সাক্ষী হিসেবে যেভাবে মনোযোগ দেওয়া দরকার, সেভাবে দেয়নি। এখানে উল্লেখ্য আমি বা ওই মেয়ে কেউই মন থেকে বলা বা স্বীকার করে নেইনি, স্বামী বা স্ত্রী হিসেবে একে অপরকে?
এখন প্রশ্ন হচ্ছে, এভাবে বউ ডাকলেই কি বিয়ে হয়ে যাবে? উত্তর প্রদান করলে খুশি হবো।
জাযাকুমুল্লাহু খইরান