আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,,
উস্তায,, এক বোনের পক্ষ থেকে জানার ছিলো,, তার লিখা গুলো ই কপি করে দেওয়া হলো,,,
★★★আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,,
আমি একজন কে পছন্দ করি সাড়ে ৩ বছর যাবত.. সে ও করে.. তিন বছর আগেই আমরা পরিবার কে জানাই বিয়ে করবো, কারণ বিয়ে ব্যতীত সম্পর্ক টা হারাম.. আমার পরিবারের মানুষ রাজী তবে, বলেছে ছেলেটার বাবা কে আসতে হবে ( কারণ তাদের বাসা অনেক দূরে ),, কথা বলার জন্য হলেও.. আর ঐদিকে তার মা শুধু রাজী তার বাবা রাজী না তাকে বিয়ে দিতে.. গুনাহ থেকে বেঁচে থাকতে বিয়ে করে নিতে চেয়েছিলাম আমরা... কিন্তু তার পরিবার থেকে তার বাবা না আসলে আমার পরিবার ও রাজি না... তার পরিবার থেকে রাজি না হবার আরেক কারণ,, তার বড় বোন (৩বছরের বড়) অবিবাহিত..
৬ মাস পরে থেকে হারাম থেকে বের হতে চেয়েও আমরা কেউ পূর্ণাঙ্গ ভাবে বের হতে পারি নি,, কথা হতোই.. কেউই যে দ্বীন সম্পর্কে বুঝতাম না তা নয়... দুই জন ই বুঝতাম, কিন্তু শয়তানের ফাঁদ আর হারামের মায়া থেকে বের হতে পারি নি..
এখন ৩ বছর পর সে বিদেশে আছে,, পড়াশোনা করে... আর এদিকে আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আমার উপর.. বাসায় তার কথা বললে হয়তো রাজি হবে, কিন্তু তার পরিবার রাজি নয়.. তার পড়াশোনা শেষ না হলে তাকে বিয়ে ই দিবে না বলছে,, সে অনেক বুঝাইছে পরিবারে... কিন্তু তারা নারাজ..
এখন যোগাযোগ নেই আমাদের,, এদিকে আমার বিয়ের জন্য অনেক চাপ,, প্রস্তাব আসে যায়, কিন্তু তেমন ভালো কোনো প্রস্তাব ও আসে না... আর তার সাথে আমার কুফুও মিলতো...। ইদানিং আমার এক প্রস্তাব নিয়ে কথা বার্তা চলছে, ছেলে দ্বীনের পথে আছে, আর কুফুর আর্থিক দিক মিলে না,, আমাদের ৫ ভাগের এক ভাগ আছে তাদের...
এমন অবস্থায় আমার কি করা উচিত?? আমি তাকেও ভুলতে পারতেছি না,, বারবার এটা মনে হয়,, বিয়ে সারাজীবন এর জন্য,, একজন কে মন থেকে পছন্দ করে অন্য কাউকে কিভাবে মানবো!,, অন্য কোনো কিছু পছন্দ হচ্ছেও না...
জীবনসঙ্গী মানুষটা কি ফিক্সড?? নাকি দুয়ার কারণে পরিবর্তনও হয় ???
আমি কি তার জন্য অপেক্ষা করবো?? বা তাকে চেয়ে আল্লাহর কাছে দুয়া করবো??
আমি গুনাহ থেকেও বাঁচতে চাই,, কিন্তু বিয়ের কথা উঠলেই আমার পিছুটান কাজ করতেছে খুব,, ফলাফল অন্য কিছু আর ভালো লাগে না,, কোনো সিদ্ধান্ত ও নিতে পারতেছি না,, এমন কও আল্লাহর কাছে কিভাবে দুয়া করবো সেটাও ভুলে যাচ্ছি...
আমার জীবনের জন্য উত্তম পরামর্শ দিন,, আমার আসলে কি করা উচিত!!!!!★★★