১/
আসসালামু 'আলাইকুম,
পূর্বে কদমবুচি করে যে হাদিয়া গ্রহণ করা হয়েছে সেই টাকা হুকুম কি?যেই টাকাগুলো আমার কাছে নেই সেগুলোর হুকুম কি হবে?
বিস্তারিত:
আমি পূর্বে আমার বাবাকে কিছু টাকা দেই কয়েকধাপে কোন জিনিস ক্রয়ের জন্য বা অন্য কাজের জন্য- কিন্তু যেগুলোর জন্য টাকা দিয়েছিলাম সেগুলো সে করেন নি, ঐ টাকা দিয়ে আমাকে কিছু কিনেও দেননি,,,টাকাও ফেরত দেননি,,,কিন্তু টাকাগুলো ছিল হালাল-হারামের সংমিশ্রণ,,টাকাগুলো ছিল কদমবুচির পর পর প্রাপ্ত,জন্মদিনের অনুষ্ঠানে প্রাপ্ত টাকা, আবার সুদি ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তিরও দেওয়া টাকা ছিল+ সেখানে হালাল টাকাও ছিল,,,তো আমার মনে হয় সে সেগুলোকে হারাম বলে মনে করেন না,,এবং তাকে এ বিষয়ে বললেও সমস্যা হবে বলে মনে করি,,,,তো এখন আমার করণীয় কি?উল্লেখ্য সেই টাকা তার সম্পদের তুলনায় একদম নগণ্য,,সে সেই টাকাগুলো হয়ত খরচ করে ফেলেছে,, আর কিছু টাকা শুনেছি একজন তাকে ব্যবসার জন্য টাকা দিয়েছিল সে হঠাৎ করে টাকা চাওয়ায় তাকে দিয়ে দিয়েছে,,,শুধু আমার টাকা নয় আমার বোনেরও এইরম হাদিয়ার টাকা ছিল,আবার ভবিষ্যতে আমি তার টাকা দিয়ে ব্যবসাও করতে পারি,,তাহলে তার টাকা দিয়ে ব্যবসা করা কি হালাল,,,তার থেকে কি কোন টাকা-পয়সা গ্রহন করা যাবে? এখন আমার করণীয় কি?আমি যদি পরবর্তীতে তাকে যে টাকাগুলো দিয়েছিলাম সেই পরিমাণ টাকা দান করে দেই এবং তাকে মাফ করে দেই তাহলে কি তাকে দেওয়া টাকাগুলো হালাল হয়ে যাবে?
২/ আমরা এমন এক জামানায় বসবাস করছি যেখানে বোঝা মুশকিল যে কে সত্যিকারের মুসলিম-ঈমানদার,কে মুনাফিক,কে মুরতাদ, তো সবার আক্বিদা কি, কে কি বিশ্বাস করে,,মাজার পূজারি নাকি তা জানা সম্ভব হয় না,তো যে কোন মুসলিম যদি কোন পশু হালাল পদ্দতিতে জবেহ করে তাহলে কি তার জবাই করা পশুর গোশত খাওয়া কি হালাল? নাকি তার আক্বিদা কি,সে মুনাফিক নাকি মুরতাদ নাকি সত্যিকারের ঈমানদার সে বিষয়েও জানতে হবে?
৩/ জন্মদিনের দিন যদি ব্যক্তি কোন হাদিয়া দেয় তাহলে কি নেয়া জায়েজ?
৪/ যদি জানা যায় কোন ব্যক্তি তার চাকুরী জীবনে ঘুষ খেয়েছিল কিন্তু কি পরিমাণ তা না জানা যায়, সে চাকুরী বাচানোর জন্য ঘুষ খেয়েছিল এবং সে কি টাকাগুলো নিজে রেখেছিল নাকি দান করে দিয়েছিল তা জানা না যায় তাহলে কি করণীয়?
৫/ পূর্বে তো দাসপ্রথা বিদ্যমান ছিল কিন্তু অনেক দাসের বণিক স্বাধীন মানুষকে জোরপূর্বক দাস বানিয়ে,বা স্বাধীন মানুষকে ক্রয় করে বা প্রতারণা করে বিক্রয় করে দিত,,,এ ধরনের দাস কেনা কি তখনকার দিনে হারাম ছিলো জানার পর যে মানুষকে জোরপূর্বক দাস বানানো হয়েছে?আর যদি ক্রয় করার পর জানতে তাহলে কি করা হতো?