আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাজ।আমার কয়েকটি প্রশ্ন :

১)  উস্তাজ আমরা একটি সরকারি বিল্ডিং এ থাকি। এখানে বাসা গুলো অনেক পাশাপাশি করে বানানো এক বাসা থেকে আরেক বাসা সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। তাই আমরা পর্দা দিয়ে রেখেছি সব দিকে। রান্নাঘর ও পর্দা দেয়া কিন্তু  সম্পূর্ণ পর্দা দিয়ে রান্না করতে খুব কষ্ট হয় তাই ওস্তাদ আমি ৫/৬ ইঞ্চি পরিমাণ নিচের দিকে উঠিয়ে রাখি। যাতে আলো বাতাস যায় আর গরমের তীব্রতা একটু কমে। কিন্তু  ৫-৬ইঞ্চি পরিমাণ উঠিয়ে রাখার কারণে আমার হাতের কিছু অংশ যদি দেখা যায় রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজকর্মের সময় তখন কি এটা পর্দার খেয়ানত হবে ওস্তাদ?
২) ইউটিউব ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিডিও আসে শর্ট ভিডিও কিংবা বড় ব্লগ অনেক মহিলারা করে থাকেন। আমরা যদি ওই ভিডিওগুলা দেখি তাহলে এর মাধ্যমে তো তারা ইনকাম করে তো আমাদের জন্য কি এটা দেখার জায়েজ হবে?

৩) বাড়িওয়ালার কাছে যদি ভাড়াটিয়া সম্পূর্ণ এক বছরের ভাড়া দিয়ে রাখে অগ্রিম কিন্তু সে তো এখনো সম্পূর্ণ সময় থাকে নি কিন্তু মালিক টাকাটা পেয়ে গিয়েছে  এটা তো মালিকের কাছে দায় বছর অতিক্রম হওয়ার আগে। যেহেতু এই টাকাটা এখনো বাড়িওয়ালার অর্জিত হয়নি দায় হিসাবে আছে তাহলে কি এই টাকাটার উপর যাকাত দিতে হবে নাকি দায়মুক্ত হওয়ার পরে অর্থাৎ এক বছর অতিক্রান্ত হওয়ার পরে  যাকাত দিতে হবে?

৪) ওস্তাদ আমার প্রতিনিয়ত ঈমানের আপ ডাউন হয়। কিছুদিন আমলে ইবাদতে অনেক মনোযোগ থাকে আবার তারপর আগ্রহ হারিয়ে ফেলি। এমনটা আমার প্রতিনিয়ত হয় প্রায় তিন বছর যাবত এমন হচ্ছে। রেগুলার এটি ধরে রাখতে পারছি না। এক্ষেত্রে আমার কি করা উচিত ওস্তাদ যদি একটু পরামর্শ দিতেন খুব উপকার হত।

৫) আমার মা চাকরি করেন। দিনের ব্যাপারে কোন কিছু বললে তেমন মানতে চান না। আল্লাহ মাফ করুক অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। অনেক বুঝালেও সহজে বুঝতে চান না রেগে যান। কিভাবে মাকে বুঝালে উনার দিলটা নরম হবে উস্তাজ, আমি চেষ্টা করছি কিন্তু পারছিনা, চাকরিটা বেশি প্রাধান্য পাচ্ছে।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [٢٤:٣٠] 

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে আপনার পর্দার খেয়ানত হবেনা।

(০২)
এক্ষেত্রে শিক্ষনীয় বা প্রয়োজনীয় ভিডিও দেখা জায়েজ হবে। তবে শর্ত হলো মিউজিক থাকা যাবেনা, হারাম কিছু থাকা যাবেনা।
ভিডিওটি শিক্ষনীয়, প্রয়োজনীয় হতে হবে।

বিস্তারিত জানুনঃ- 

(০৩)
সেই টাকার যাকাত ভাড়াটিয়াকে দিতে হবেনা।

বরং বাড়ি ওয়ালা নেসাব পরিমান সম্পদের মালিক হলে সেক্ষেত্রে যাকাতের বছর পূর্ণ হওয়ার দিন (যাকাত আদায়ের দিন) তার কাছে যত টাকা থাকবে,সব টাকার যাকাত দিবে।

(০৪)
নিম্নের লিংকে দেয়া আমল গুলি করতে পারেনঃ-

(০৫)
আপনি স্বাভাবিক ভাবে বুঝানো অব্যাহত রাখবেন। তার মুরব্বিদের মাধ্যমে বুঝাবেন,তিনি যাদেরকে মানেন,তাদেরকে দিয়ে বুঝাবেন।পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে দুয়া চালিয়ে যাবেন।

ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা কবুল করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 163 views
0 votes
1 answer 113 views
...