জাযাকাল্লাহ খাইরান। আমি আরও একটু জানতে চাইছি।
১. থুতনির নিচে দাড়ি গুলো লম্বা হয়ে নামতো আগে কিন্তু এখন নামে না তাই আমি কি থুতনির নিচের দাড়ি না কেটে থুতনি থেকে একটু ভিতরে গলার নিচের কিছু দাড়ি আছে মাঝে মাঝে ফাকা ওগুলা কাটতে পারবো? আমার গোছানো দাড়ি নেই মাঝখানে মাঝখানে ফাকা উঠেই নাই এমন। আশা করি বুঝতে পেরেছেন।
২. মুখের বাম এবং ডান পাশে আমার দাড়ি নেই বললেই চলে একদম হাল্কা লোম আর ৪/৫ টা দাড়ি আছে তা কি ক্লিন করতে পারবো একবার করে দেখতে চাইছিলাম আগের মতো ঘন হয়ে উঠে নাকি? মুখের ২. পাশের যে চাপ দাড়ি উঠে তার কথা বলছিলাম হুজুর। তা কি ক্লিন করে দেখতে পারি একবার??
৩. আমি ছোট থাকতে না জেনে না বুঝেই আব্বুর শেইভ করার রেজার দিয়ে আমার ২ হাতের ২ পায়ের লোম ক্লিন করে ফেলচিলাম তখন গাড়ো লোম ছিলো হাতে এখন একদম হাল্কা আছে বয়স ২৬ চলছে এখন। তা কি গুনাহ হবে এবং সেই গুনাহ কি এখনও হতে পারে আমি কি করতে পারি এর জন্য জানালে ভালো হয়।