বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/25685/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
Black magic বা জাদু যদি কুফরী কালাম দ্বারা করা
হয়, তাহলে এটাই তার ঈমান-আমল বরবাদের যথেষ্ট হয়ে যাবে।
কুফরী কালাম দিয়ে জাদু করা হারাম এবং তা ঈমান বিধ্বংসী।
যাকে কোরআনের পরিভাষায় কুফর বলা হয় এবং উক্ত জাদুকর কাফির হয়ে
যাবেন। এত্থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের অত্যাবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য।
তবে প্রয়োজনে বৈধ কাজে বৈধ আ'মলের মাধ্যমে আল্লাহ তা'আলার কাছে বিভিন প্রকার দু'আ দুরুদ করার অনুমতি রয়েছে।
জাদুর আছর বুঝার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য
মাধ্যম হলো,
জীবনের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটলে অতি তাড়াতাড়ি কোনো বিজ্ঞ
মুদাব্বিরের শরণাপন্ন হওয়া।
*জাদুর ক্রিয়া/প্রভাব নষ্ট করার জন্য সূরা নাস
এবং সূরা ফালাক বেশী বেশী করে পড়তে হবে।
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
Black magic বা জাদু যদি কুফরী কালাম দ্বারা করা
হয়, তাহলে এটাই তার ঈমান-আমল বরবাদের যথেষ্ট হয়ে যাবে।
কুফরী কালাম দিয়ে জাদু করা হারাম এবং তা ঈমান বিধ্বংসী।
যাকে কোরআনের পরিভাষায় কুফর বলা হয় এবং উক্ত জাদুকর কাফির হয়ে
যাবেন। এত্থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের অত্যাবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য।