আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)

আসসালামু আলাইকুম। 

একজন বোনের তরফ থেকে প্রশ্ন

১.তালাক সংক্রান্ত সমস্যার জন্য হুজুর দের সাথে স্ত্রীর বেশি কথাবার্তা হয়ে যাচ্ছিলো।এতে স্বামী নারাজ হয়ে বলেছে," যদি তুমি হুজুরদের সাথে কথা বলো অথবা ফতোয়া নাও তাহলে আমি তোমাকে তিন তালাক দিবো(এখানে সরাসরি ফোনকল / মেসেজের মাধ্যমে ফতোয়া নেয়া বুঝাইসেন স্বামী)। "

২.এই কথার পরের দিন স্বামী বলেছে," আমি তোমাকে কোনো তালাক দেই ও নি আর দিবো ও না"।আর ও বলেছেন," আমি যদি আগের দিনের[১.নম্বর শর্তটি] শর্ত উঠায় না নেই আর তুমি যদি কথা বলো তাহলে হবে।( এখানে হবে দিয়ে তালাকের কথা বুঝাইসে.কিন্তু এই হবে দিয়ে তালাক হবে বুঝাইসে নাকি তালাক দিবো বুঝাইসে সেটা শিওর না।)

এই কথার একটু পরেই স্বামী বলেছে, "আমি তোমাকে কোনো শর্ত দেই ও নাই আর দিলে ও উঠায় নিসি।"

আমার প্রশ্ন হলো ২ নং শর্ত টা কি আর কার্যকর হবে যদি স্ত্রী অন্য বিষয়ে মাসা'আলার জন্য হুজুরের সাথে কথা বলে?কেননা স্বামী বলসে যে হুজুরের সাথে কথা বলা সংক্রান্ত ১নং শর্তটি যদি তিনি উঠায় না নেন আর স্ত্রী কথা বলে তাহলে কার্যকর হবে / দিবেন।পরে তো তিনি ১ নং শর্ত টি উঠায় নিসেন।

৩.এর পরের দিন আবার বলসেন, "তুমি যদি সরাসরি হুজুরের সাথে কথা বলতা তাহলে সত্যি তালাক দিতাম।"এই কথা বলার জন্য কি স্ত্রী ভবিষ্যতে ও মাস'আলা জানার জন্য সরাসরি কোনো হুজুরের সাথে কথা বলতে পারবে না?

 

পরবর্তীতে স্বামী সব রকমের শর্ত উঠায় নিসেন বলেছেন আর বলেছেন উনার কাছ থেকে অনুমতি নিয়ে হুজুরের সাথে সরাসরি কথা বলা যাবে। এক্ষেত্রে স্ত্রী যদি স্বামী থেকে অনুমতি নিয়ে হুজুরের সাথে ভবিষ্যতে সরাসরি কথা বলে তাহলে কি তালাক কার্যকর হতে পারে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তালাক সংক্রান্ত সমস্যার জন্য হুজুরদের সাথে স্ত্রীর বেশি কথাবার্তা হয়ে যাচ্ছিলো।এতে স্বামী নারাজ হয়ে বলেছে," যদি তুমি হুজুরদের সাথে কথা বলো অথবা ফতোয়া নাও তাহলে আমি তোমাকে তিন তালাক দিবো(এখানে সরাসরি ফোনকল / মেসেজের মাধ্যমে ফতোয়া নেয়া বুঝাইসেন স্বামী)। "

এখানে 'তালাক দিবো' এটা তালাকের ওয়াদা। এদ্বারা তালাক হবে না। 

(২) প্রশ্নের বিবরণমতে তালাকে হবে না।

(৩) এর পরের দিন আবার বলসেন, "তুমি যদি সরাসরি হুজুরের সাথে কথা বলতা তাহলে সত্যি তালাক দিতাম।"এই কথা বলার জন্য স্ত্রী ভবিষ্যতে মাস'আলা জানার জন্য সরাসরি কোনো হুজুরের সাথে কথা বলতে পারবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
জাযাকাল্লাহু খইর উস্তায,
হাসবেন্ড বলসে তুমি যদি অমুক কাজটা করতা আমি তোমাকে অবশ্যই (তালাক) দিতাম। 
এখন স্ত্রী , হাসবেন্ড উক্ত কথাটা বলার আগেই অমুক কাজটি করে ফেলেছে।।এটা শুনে ও পরবর্তীতে স্বামী কোনো তালাক দেয় নাই।
এক্ষেত্রে কি তালাক হবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...