আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পবিত্রতা (Purity) by (3 points)
পবিত্রতা সংক্রান্ত প্রশ্ন করছি।
পস্রাবের পর অনেক সময় লক্ষ্য করছি তরল জাতীয় অল্প পরিমান কিছু তরল  যা অনেকক্ষণ ধরে বের হয়, অনেক সময় হালকা আঠালো হয় অনেক সময় শুধু তরল বের হয়। এই তরল যাতে  কাপড়ে না লাগে সেজন্য আমি ইস্তেঞ্জার করার পর টিস্যু লজ্জাস্থানের মাথায় লাগিয়ে রাখি যাতে করে যদিও তরল বের হয় যাতে কাপড়ে না লাগে।

1.এই টিস্যু লাগা থাকা অবস্থায় আমি নামাজ আদায় করা কি ঠিক হচ্ছে?
২.  আমার টিস্যু  লাগিয়ে রাখার বিষয়টা কি ঠিক হচ্ছে?
৩.অনেক সময় চেক করলে দেখা যায় অল্প পরিমাণ  কিছু বের হয়েছে, অনেক সময় দেখা যায় কিছুই বের হয়নি,  আমি কি এমন অবস্থা নিয়ে নামাজ আদায় করব?
৪. অনেক সময় জামাত দাঁড়িয়ে যায়, আমি কি জামাতে শরীক হব, নাকি অপেক্ষা করে পরবর্তীতে একা  নামায আদায় করব?

৫. আবার অনেক সময় প্রস্রাব না করলেও অটোমেটিক কিছু তরল বের হয়, এতে কি আমি মাজুর?

৬. অনেকে বলে থাকেন যে এক দেরহাম পরিমাণ নাপাকে নিয়ে নামাজ আদায় হয়ে যায়, আরেকজন বলেন সুচের আগায় যে পরিমাণ নাপাক লাগে তা মাফ কোনটি সঠিক?
মাহরাম গায়রে-মাহরাম নিয়ে প্রশ্ন

আমি একজন পুরুষ মানুষ। প্রয়োজন ছাড়া কখনো  গায়রে -মাহরামের  সাথে কথা বলি না, তাদের কাছে অ যাই না এতে করে আমার কিছু গায়রে- মাহরাম আত্মীয়-স্বজন  অন্যভাবে দেখে, আবার অনেক এ কটু কথা বলে।
1.1  আমি কি আমার কাজের উপর অটল থাকব, নাকি কিছু টা ছাড় দিব?

1.2 আমাকে  অনেক সময় বিয়ের দাওয়াত দেওয়া হয়, আমি জানি যে তাদের বিয়েতে অনেক বিষয় জড়িত থাকে যা ইসলাম সমর্থন  করে না  যেমন  বেপর্দা, যৌথ প্রথা, তথাকথিত বরযাত্রা, আমি কি তাদের দেয়া দাওয়াত গুলো এড়িয়ে চলব?
1.3 আমি নিয়ত করছি যে এরকম বিয়েতে কখনো যাবনা কেউ জোরাজুরি করলে ও যাবো না, আমার সিদ্ধান্ত নেওয়া  কি ঠিক হয়েছে
1.4 উচ্চশিক্ষার নাম দিয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া যাবে কি না? আমি সেখানে শুধুমাত্র টাকা ইনকাম করবো নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে আমি আবার আমার দেশে ব্যাক করব? এবং দাওয়াতের কাজে অংশগ্রহণের চেষ্টা করব। আমার কাজটি কি স থেকে সঠিক হবে?

1 Answer

0 votes
by (583,050 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ثم المراد بالخروج من السبلين مجرد الظهور
فى رد المحتار: فلو نزل البول إلى قصبة الذكر لا ينقض بعدم ظهوره، يخالف القلفة، فإنه بنزوله إليها ينقض الوضوء (رد المحتار-١/٢٦٢؛ بدائع الصنائع-١/١٢١)
নাজাসত বের হওয়ার দ্বারা লজ্জাস্থানের বাহিরে নাজাসত প্রকাশ হওয়া উদ্দেশ্য। যদি প্রস্রাব লিঙ্গের ভিতরে থাকে,তবে ছিদ্রের বাহিরে না আসে, তাহলে নাজাসত প্রকাশ না হওয়ার কারণে অজু ভঙ্গ হবে না।তবে লিঙ্গের ভিতরে থেকে যদি ঐ চামড়ায় প্রস্রাব পৌছে যায়, যেই চামড়াকে খতনার সময়ে কর্তন করে নেয়া হয়, তাহলে অজু ভেঙ্গে যাবে।

ولو نزل البول الى قصبة الذكر لا ينقض، لأنه من الباطن، ولو خرج إلى القلفة او إلى اسكنى المرأة ينقض، لأنه من الظاهر (الفتاوى التاتارخانية-١/٢٤١، رقم- ١٨٥)
যদি প্রস্রাব লিঙ্গের ভিতরে থাকে,তবে ছিদ্রের বাহিরে না আসে, তাহলে নাজাসত প্রকাশ না হওয়ার কারণে অজু ভঙ্গ হবে না।তবে লিঙ্গের ভিতরে থেকে যদি ঐ চামড়ায় প্রস্রাব পৌছে যায়, যেই চামড়াকে খতনার সময়ে কর্তন করে নেয়া হয়, তাহলে অজু ভেঙ্গে যাবে।কেননা এটাকো লজ্জাস্থানের বাহির গণনা করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4271

যেহেতু প্রস্রাব লজ্জস্থান থেকে বের হচ্ছে না, তাই অজু করা প্রয়োজনিয়তা নাই। তাছড়া এক দিরহামের চেয়ে কম বের হলে, নামায পড়া যাবে। অজু ভঙ্গ হবে কি না? কিংবা মা'যুর কি না? এ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)এই টিস্যু লাগা থাকা অবস্থায় নামাজ আদায় করা ঠিক হবে না।যদি তাতে ১ দিরহাম পরিমাণ প্রস্রাব না তাকে, তাহলে নামায পবে।
(২) টিস্যু লাগিয়ে রাখার বিষয়টা ঠিক হচ্ছে না।
(৩)যদি চেক করলে দেখা যায় অল্প পরিমাণ  কিছু বের হয়েছে, যদি তা এক দিরহাম থেকে কম হয়,তাহলে নামায হবে, নতুবা নামায হবে না।

(৪) অপেক্ষা করে টিস্যুকে ফেলে দিয়ে নামায পড়বেন।প্রয়োজনে পরবর্তীতে একা  নামায আদায় করবেন।

(৫)  সময় প্রস্রাব না করলেও অটোমেটিক যদি কিছু তরল বের হয়, এবং এটা কোনো এক নামাযের সম্পূর্ণ ওয়াক্ত সমপরিমাণ থাকে,তাহলে এতে আপনি মাজুর হবেন।

(৬) এক দেরহামের চেয়ে কম পরিমাণ নাপাকি নিয়ে নামাজ আদায় করলে নামায হয়ে যাবে।

(মাহরাম গায়রে-মাহরাম নিয়ে প্রশ্ন)

(১.১)  আপনি  আপনার কাজের উপর অটল থাকবেন।

(১.২) আপনি তাদের দেয়া দাওয়াত গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন।

(১.৩)আপনার  সিদ্ধান্ত সঠিক ।

(১.৪) আপনি সেখানে শুধুমাত্র টাকা ইনকাম করবেন, নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে আপনি আবার দেশে ব্যাক করবেন।এবং দাওয়াতের কাজে অংশগ্রহণের চেষ্টা করবেন। পরিকল্পনা মন্দ নয়। তবে শেষ পর্যন্ত এরকম কয়জন দেশে এসেছেন? যাওয়া সহজ,পরিকল্পনা করাও সহজ,কিন্তু বাস্তবায়ন করাটা বিরাট মুশকিল।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
বারবার চেক দেওয়ার বিষয়টি বিরক্ত লাগে , টিস্যু লাগিয়ে  রাখার বিষয়টি আমার  প্রায় অভ্যাস হয়ে গেছে, টিস্যু লাগিয়ে  রাখলে কি নামাজ হবে না? 

৩.   যদি নামাজের মধ্যে এক দিরহামের কম
 নাপাক বের হয়, তাহলে কি নামাজ হবে?  
by
আসসালামুআলাইকুম ভাই, আপনার হোয়াটসঅ্যাপ, ইমু বা ফেবু আইডি দিন। একটু কথা  বলতে চাচ্ছি।
by
edited
ওয়ালাইকুম আসসালাম 
01716647396( whats app)
ago by
 হুজুর নাম্বার দেওয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...