আসসালামু আলাইকুম মুহতারাম, ফেসবুকে বিভিন্ন গার্লস গ্রুপে দেখি বিয়ের পরে ননদেরা যদি ঘনঘন বাবার বাড়ি আসে, বেশি দিন থাকে, এটা নিয়ে সবাই খুব অসন্তুষ্ট হয়। আমি জানতে চাচ্ছি এটা কি নাজায়েজ?
বিয়ের পর একটা মেয়ে সর্বোচ্চ কতদিন বাবার বাড়ি থাকতে পারবে এটা নিয়ে কি কোনো দিক নির্দেশনা আছে?
বিয়ের পর কি বাবার বাড়ি পর হয়ে যায় যে বাবার বাড়ির কোনো বিষয়ে চিন্তা করা যাবে না, কথা বলা যাবে না, বা বাবার বাড়ি বেশিদিন থাকা যাবেনা?
এসব বিষয়ে শরীয়তের ক্লিয়ার মাসআলা জানতে চাই।