বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/81109/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,
হুরমতে মুসাহারাত স্পর্শ এর মাধ্যমেও হয়, আবার শুধুমাত্র দৃষ্টিপাতের মাধমেও হয়।
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার
জন্য কয়েকটি শর্ত রয়েছে।
শর্তগুলো হল:
১. সরাসরি খালি গায়ে বা এমন
কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা
যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে
থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে
নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
فى
الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال
ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا
تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى
المحرمات-3/107-108)
যার সারমর্ম হলো যদি এমন কাপড়ের
উপর দিয়ে স্পর্শ করে, যেটা শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবে।
২. স্পর্শ করলে পুরুষ মহিলা
যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।
পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার
লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে
দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
وفى
رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،
وفى
الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى
وفي
امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى
المحرمات-4/107-109)
৩. স্পর্শ করার সময় উত্তেজিত
হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে,
হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও
নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।
وفى
الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى
رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ،
فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم
عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)
যার সারমর্ম হলো স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজনা থাকতে হবে।
৪. স্পর্শ করার পর উদ্ভূত
উত্তেজনা স্থীর হওয়ার পূর্বেই বীর্যপাত না হতে হবে। যদি উত্তেজনা হওয়ার সাথে সাথেই
বীর্যপাত হয়ে যায়, তাহলেও নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
وفى
الدر المختار- هذا إذا لم ينزل فلو أنزل مع مس أو نظر فلا حرمة به بفتى
وفى
رد المحتار- قوله : فلا حرمة ) لأنه بالإنزال تبين أنه غير مفض إلى الوطء هداية .
قال
في العناية : ومعنى قولهم إنه لا يوجب الحرمة بالإنزال أن الحرمة عند ابتداء المس
بشهوة كان حكمها موقوفا إلى أن يتبين بالإنزال ، فإن أنزل لم تثبت ، وإلا
ثبت(الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/109
যার সারমর্ম হলো যদি যদি দেখা
বা স্পর্শ করার দ্বারায় বির্যপাত হয়ে যায়, তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবেনা।
৫. মহিলার বয়স ৯ বছর থেকে কম না
হতে হবে। আর পুরুষের বয়স ১২ বছর থেকে কম না হতে হবে। {হুরমতে
মুসাহারাত-১৯}
উপরোক্ত ৫টি শর্ত পাওয়া গেলে
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যাবে।
وكذا
المقبلات، أو الممسوسات بشهوة لأصوله، أو فروعه (رد المحتار-4/100)
لأن
حرمة المصاهرة إذا ثبتت لا تسقط أبدا (رد المحتار-4/109)
অনুবাদ হুরমতে মুসাহারাত এক বার
প্রমানীত হলে সেটার হুকুম সারাজীবন থাকে। এই হুকুম তার থেকে দূর হবেনা।
★দৃষ্টিপাতের বিষয়েও হুরমাতে মুসাহারাত সংশ্লিষ্ট। তবে এখানে
৬টি শর্ত রয়েছে। যথা-
১. দৃষ্টিপাতটি হতে হবে মহিলা
পুরুষের আর পুরুষ নারীর সরাসরি শরীরের দিকে। ছবি বা ভিডিও বা কারো অবয়বের পুতুল
হলে হবে না।
২. দৃষ্টিটি নিবদ্ধ হতে হবে
মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে। শুধু উপরের অংশ দেখার দ্বারা হুরমতে
মুসাহারাত সাব্যস্ত হবে না। আর পুরুষের ক্ষেত্রে শুধু লজ্জাস্থান দেখার দ্বারাই
হুরমত সাবেত হবে।
৩. দৃষ্টি নিবদ্ধের সময় শারিরিক
উত্তেজনা অনুভূত হতে হবে। পরে বা আগে হলে হবে না।
৪. যার লজ্জাস্থান দেখছে সে
জীবিত হতে হবে। মৃত হলে হুরমত সাব্যস্ত হবে না।
৫. দৃষ্টি নিবদ্ধের সাথে সাথেই
বীর্যপাত না হতে হবে। বীর্যপাত হয়ে গেলে হুরমত সাব্যস্ত হবে না।
৬. মেয়ের বয়স কমপক্ষে ৯ বছর আর
ছেলের বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।
উপরোল্লিখিত ৬টি শর্ত পাওয়া গেলে
দৃষ্টিপাতের দ্বারাও হুরমাতে মুসাহারাত তথা বৈবাহিক সম্পর্কের দরূন আজীবন বিবাহ
হারাম হওয়ার নীতি কার্যকর হবে দৃষ্টিপাতকারী পুরুষ ও মহিলার মাঝে।
একটি শর্ত না পাওয়া গেলেও
হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হবে না।
বিস্তারিত জানতে পড়ুন-
মুফতী সাঈদ আহমাদ পালনপুরী দা.বা.কৃত
হুরমাতে মুসাহারাত
হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী
রহ.কৃত আলহীলাতুন নাযিজাহ লিলহালীলাতিল আজেযা।
আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/3571/
আরো জানুন- https://ifatwa.info/60297/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক্ষেত্রে শশুর যেহেতু নিজেই বলেছে যে, তার উত্তেজনা ছিলোনা।
আর মেয়েটিও সে সময় দীর্ঘ শ্বাস বা নিঃশাস নেয়া এমন কিছুই তার
শশুর হতে অবলোকন করেনি, তাই এক্ষেত্রে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবেনা। এক্ষেত্রে শশুরের কথাই
ধরে নিতে হবে যে, তার উত্তেজনা ছিলো না।
যেহেতু হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়নি, তাই উক্ত দম্পতির
ঘর সংসার করতে শরীয়াহ দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই।
তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে উত্তম হলো যে, স্বামী-স্ত্রী আলাদা
বাসস্থানে থাকবে। অর্থাৎ শশুরের থেকে আলাদা থাকবে। যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি
আর না হয়।
এ সম্পর্কে আরো জানুন - https://ifatwa.info/81109/