আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
এই উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা রাহমাতুল্লাহ ইবনে খলীলুর রহমান কীরানবি রাহিমাহুল্লাহ রচিত "ইযহারুল হক" সাধারণ পাঠকেরা অধ্যায়ন করতে পারবেন কি ? কার্ল গোটালেব ফান্ডার রচিত অসত্যে পূর্ণ মীজানুল হক কিতাবের জবাব হিসেবে " ইযহারুল হক " কিতাবখানি লেখা হয়েছিল বলে জানতে পেরেছি। খ্রিষ্টান ধর্মপ্রচারকদেরকে এক ঐতিহাসিক বিতর্কে পরাজিত করে, হিজরত করে তুরস্কে অবস্থানকালে আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি রাহিমাহুল্লাহ এই বই রচনা করেছিলেন। বইটির বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়ার পর, এই মূল্যবান বইটি পড়তে আগ্রহবোধ করছি ।
বর্তমান এই বইটির বাংলা অনুবাদ আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে তিন খন্ডে পাওয়া যায়, যার অনুবাদক খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যার ।
যেহেতু এই বইটির বিষয়বস্তু অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ের , ভিন্নধর্মীদের ধর্মীয় পুস্তক বাইবেলের ভুলগুলো এখানে রেফারেন্স হিসেবে দিয়ে অতঃপর সেই ভুলগুলো খন্ডন করা হয়েছে সুতরাং সাধারণ পাঠকদের এই বই অধ্যয়ন করা উচিত হবে ?
ধন্যবাদ